দ্রুত ভ্যাকসিন আসায় ট্রাম্পের প্রশংসা করলেন বাইডেন

অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। নভেল করোনাভাইরাস প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্রে দ্রুত ভ্যাকসিন আসায় ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ‘দ্য লেইট শো’ অনুষ্ঠানে ট্রাম্পের উদ্দেশ্যে বাইডেন উপস্থাপককে বলেন, ‘আমি মনে করি দ্রুত ভ্যাকসিন আনতে তিনি যা করেছেন, তা ইতিবাচক।

ফাইজার এবং বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পাওয়ার এক সপ্তাহেরও কম সময়ে এমন মন্তব্য শোনা গেল বাইডেনের মুখে। মডার্নার ভ্যাকসিনও দেশটিতে ব্যবহারের অনুমতি পেয়েছে। অপেক্ষায় আছে আরও কয়েকটি। গত মার্চে করোনা ছড়িয়ে পড়তে শুরু করলে ট্রাম্প অনেকটা তড়িঘড়ি করে ভ্যাকসিন তৈরির জন্য প্রকল্প আহ্বান করেন।

ওই সময় মার্কিন গণমাধ্যমগুলো অভিযোগ করে, দ্রুত ভ্যাকসিন আনতে ‘অপরীক্ষিত’ কোম্পানিকে দায়িত্ব দিয়েছেন ট্রাম্প। মার্চে গোলটেবিল বৈঠকে কীভাবে ভ্যাকসিন কোম্পানিকে কাজ দেন ট্রাম্প তার একটি চিত্র তুলে ধরেছিল সিএনএন।

তাদের প্রতিবেদনে, গোটা বিষয়টিকে তুলনা করা হয় রিয়েলিটি শোয়ের সঙ্গে। সি-স্প্যানের ধারণ করা ভিডিওতে দেখা যায়, কোম্পানির কর্মকর্তারা প্রোজেক্ট বর্ণনা করছেন আর ট্রাম্প কাউকে থামিয়ে দিচ্ছেন, কাউকে বাড়তি প্রশ্ন করছেন।

এর মধ্যে যারা কম সময়ে ভ্যাকসিন আনার প্রতিশ্রুতি দেন, তাদের বিবেচনায় রাখেন তিনি। ২০১০ সালে কোম্পানি হিসেবে যাত্রা শুরু হয় মডার্নার। সিএনএন বলছে, একটি প্রোডাক্টও তারা এখনো বাজারে আনতে পারেনি।

এর আগে বিভিন্ন রোগের ৯টি ভ্যাকসিন তৈরি করলেও সেগুলো অনুমোদন পায়নি। ট্রাম্প সেই তাদের হাতেই করোনার ভ্যাকসিন তৈরির দায়িত্ব দিয়ে ‘পাস’ করে গেলেন!

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?