অনলাইন ডেস্ক, ১৮ ডিসেম্বর।। সংক্রমণ কমলেও এখনও দেশে শেষে হয়নি করোনার প্রভাব। এখনও রোজই দেশের নানা প্রান্তে কোভিডে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। কবে আসবে করোনার টিকা সেই অপেক্ষাতেই রয়েছেন সকলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই জানিয়েছেন আর কয়েক সপ্তাহের মধ্যেই দেশে আসবে করোনার টিকা।
কাদের, কীভাবে আগে দেওয়া হবে এই টিকা সেই সংক্রান্ত গাইডলাইনও প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। শুক্রবার সামনে এসেছে এই সংক্রান্ত কেন্দ্রের এক নয়া সিদ্ধান্ত। জোর করে কাউকে করোনা টিকা নিতে হবে না, যারা ইচ্ছুক তাঁরাই টিকা পাবেন। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক বলেছেন, সরকার কখনও বলেনি সবাইকে করোনা টিকা নিতে হবে, পুরোটাই ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে। তবে তিনি এও জানিয়েছেন, টিকা নিলে করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে শরীরে।