লাল বলকে ভুলে গিয়ে গোলাপি বলের টেস্টই হোক, মনে করেন ওয়ার্ন

অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। লাল বলে পাঁচদিনের ম্যাচ হয়ে পড়েছে মন্থর এবং একঘেয়ে। শেন ওয়ার্ন মনে করেন, সেই ক্লান্তি কাটাতে এখন থেকে গোলাপি বলেই সমস্ত টেস্ট ম্যাচ হওয়া উচিত। এতে দর্শকরাও নতুন ভাবে পাঁচদিনের ম্যাচ নিয়ে উৎসাহিত হয়ে উঠবেন।২০১৫ সালে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে গোলাপি বলের। তার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশে সেই বলেও পরীক্ষামূলকভাবে ম্যাচ হয়েছে। দেশের মাটিতে অস্ট্রেলিয়াই সাতটি গোলাপি বলে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলেছে। ওয়ার্ন বলেছেন,

“গত কয়েক বছর ধরে আমি ক্রমাগত বলে চলেছি, এখন থেকে টেস্ট ম্যাচে শুধুমাত্র গোলাপি বলই ব্যবহার করা দরকার। শুধু দিনরাতের ম্যাচেই নয়, দিনের ম্যাচেও সেই বল ব্যবহার করা যেতে পারে।” নিজের ব্যাখ্যা প্রতিষ্ঠিত করতে কিংবদন্তি লেগস্পিনার আরও বলেছেন, “গোলাপি বল সহজে দেখা যায়। দর্শকরাও সেই বল স্পষ্ট ভাবে দেখার সুযোগ পান। আমি তো মনে করি লাল বলের চেয়ে অনেক বেশি কার্যকরী এবং আকর্ষণীয় হল গোলাপি বল।

কেন তাকে সমস্ত ধরনের টেস্ট ম্যাচে ব্যবহার করা হবে না।” ওয়ার্ন আরও জানিয়েছেন, ডিউকস লাল বলে সুইং তেমন ভাল হয় না। একমাত্র ইংল্যান্ডের মাটিতে সেই বলের কার্যকারিতা রয়েছে। কিন্তু একটি বিশেষ জায়গার উপরে নির্ভর করে বোলারদের বঞ্চিত করা উচিত হবে না। তিনি বলেছেন, “লাল বল একটা সময়ের পরে আর সুইং করে না। ২৫ ওভারের পরেই বল নরম হয়ে যায়। সেটা বোলারদের কাছেও খুবই দুর্ভাগ্যজনক। শুধুমাত্র ইংল্যান্ডে ডিউকস লাল বল কার্যকর ভূমিকা নিয়ে থাকে। কিন্তু একটা জায়গার উপরে নির্ভর করে ক্রিকেটকে বেঁধে রাখা যায় না। সেটা আমার কাছে খুবই বিরক্তিকর বলে মনে হয়েছে। আমি তাই মনে করি, সব ধরনের টেস্ট ম্যাচে এর পর থেকে গোলাপি বলকেই ব্যবহার করা দরকার।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?