সমগ্র উত্তর পূর্ব ভারতকে দিশা দেখাবে দক্ষিণ ত্রিপুরা জেলা : মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজনগর, ১৭ ডিসেম্বর।। রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি ৩০ শয্যা বিশিষ্ট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করা হলো৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সামাজিক স্বাস্থ্যকেন্দ্রটির নতুন বাড়ির উদ্বোধন করেন৷ সামাজিক স্বাস্থ্যকেন্দ্রটির নতুন বাড়ি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪ কোটি ৭৮ লক্ষ টাকা৷ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি আগে ১০ শয্যা বিশিষ্ট ছিলো৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শংকর রায়, বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক, বিধায়ক সুুধন দাস, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তপন দেবনাথ, জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, জেলা পুলিশ সুুপার কুলবন্ত সিং প্রমুখ৷

রাজনগর কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে উত্তর-পূর্ব এশিয়ার করিডোর হবে সাবম৷ দক্ষিণ জেলায় ৬টি প্রকল্পে ৫৭৩.৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ এরমধ্যে সাবমে লজিস্টিক হাব তৈরিতে ব্যয় হবে ১১৮.৪৭ কোটি টাকা৷ ইন্টিগ্রেটেড চেকপোস্ট নির্মাণে ব্যয় হবে ৯৭.৬০ কোটি টাকা৷ এরফলে বছরে ২ হাজার কোটি টাকার ব্যবসা হবে এবং গ্যাস, রাবার, টে’টাইলস ভিত্তিক শিল্প গড়ে উঠবে৷ ১৬.৩৫ হেক্টর এলাকায় মাল্টিসেক্টর ইকোনমিক জোন গড়ে তোলা হবে৷ ব্যয় ধরা হয়েছে ৬০.৫৭ কোটি টাকা৷ এরফলে এই অঞ্চলে বসবাসকারী প্রায় ২ লক্ষ লোকের রোজগারের পথ সৃষ্টি হবে৷

ফেণী নদীর উপর পাকা সেতু নির্মাণের কাজ প্রায় শেষের পথে৷ জোলাইবাড়ি থেকে বিলোনীয়া পর্যন্ত এন এইচ ১০৮-এ প্রায় ২২ কিমি জাতীয় সড়ক নির্মাণের কাজ হবে৷ ব্যয় ধরা হয়েছে ২০১.৯৯ কোটি টাকা৷ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, চোত্তাখলায় মৈত্রী পার্কের উন্নয়নের কাজ আগামী ৭ দিনের মধ্যেই শুরু হবে৷ ব্যয় হবে ৫.৭৯ কোটি টাকা৷ আভাংছড়া ইকো পার্কের জন্য ব্যয় হবে ৭ কোটি টাকা৷ রেগার মাধ্যমে ইঁট সলিং রাস্তা, কালভার্ট নির্মাণের জন্য জেলায় ১৯ কোটি ৬৩ লক্ষ টাকার কাজ চলছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩,৯৬১টির মধ্যে ২,৮৯৭টি ঘরের কাজ শেষ হয়েছে৷ সীমান্ত এলাকা উন্নয়ন প্রকল্পে চলতি অর্থবর্ষে ১ কোটি ২০ লক্ষ টাকা ব্যয় করে স্কিল ডেভেলপমেন্টের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে ৭৯৪ জন উপকৃত হয়েছেন৷ দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনকে এক ছাদের তলায় আনার কাজ চলছে৷

তার জন্য ৩০ একর জমি চিহ্ণিত করা হয়েছে৷ ঋষ্যমুখ ব্লকে রুরবান প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে৷ ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পে ৩,৫৫৪টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে৷ ১,৯০২টি দলকে আর্থিকভাবে সাহায্য করা হয়েছে ৩১ কোটি ৮৬ লক্ষ টাকা৷ ৩,৩০৭টি দলকে ব্যাঙ্কের মাধ্যমে ৪৯ কোটি ৯৭ লক্ষ টাকা ঋণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরা জেলায় ১১টি প্রাকপ্রাথমিক ইংরেজি মাধ্যম সুকল শুরু হয়েছে৷ ২৫ একর জায়গায় স্থায়ীভাবে গড়ে উঠছে নবোদয় বিদ্যালয়৷ ব্যয় হবে ৪১ কোটি ৭৫ লক্ষ টাকা৷ সাবম মহকুমার রূপাইছড়ি ব্লকের একলব্য আবাসিক বিদ্যালয় নির্মাণের কাজ শুরু হয়েছে৷ তাতে ব্যয় হবে ৬৪ কোটি টাকা৷

সামাজিক ভাতা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ভাতা প্রাপক তালিকায় অনেক মৃত ব্যক্তির নাম ছিলো৷ এগুলি বাদ দেওয়া হয়েছে৷ এপিএল ভুক্ত পরিবারের সামাজিক ভাতা প্রাপ্ত যাদের বাদ দেওয়া হয়েছে তাদেরকে পুনরায় টিনি করা হবে৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে ২ লক্ষ ২২ হাজার কৃষক উপকৃত হয়েছেন৷ ত্রিপুরায় বাঁশ কুরুলের তৈরি বিসুকট, আনারস এবং এলাচি লেবু দেশ বিদেশে সমাদৃত হচ্ছে৷ তাতে ত্রিপুরায় আর্থিক বুনিয়াদ সমৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে৷ অর্গানিক চাষের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হচ্ছে৷ ইতিমধ্যেই ৬ হাজার হেক্টর জমিকে এর আওতায় আনা হয়েছে৷

ক’ষকদের কল্যাণের জন্য প্রথমবার সহায়ক মূল্যে ৪৭ হাজার মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে৷ রাজ্যের পর্যটনের বিকাশে একটি পাঁচ তারা হোটেল নির্মাণ করা হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, দক্ষিণ ত্রিপুরার ছেলেমেয়েরা আগামী দুই তিন বছরের মধ্যেই সরকারের বিভিন্ন পদক্ষেপের সুুবিধা পেতে শুরু করবে৷ সমগ্র উত্তর পূর্ব ভারতকে দিশা দেখাবে দক্ষিণ ত্রিপুরা জেলা৷ অনুষ্ঠানের শুরুতে রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী মানিক লাল দাসের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?