নতুন প্রতিনিধি, আগরতলা, ০১ জানুয়ারি।। উড়াল পুলে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে৷ দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ গাড়ি দুটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে৷ উড়ালপুল দিয়ে দ্রুতবেগে চলার সময় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ চালকদের অসাবধনতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানিয়েছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে পুলিশ৷ এখানে উল্লেখ করা যায় যে এবারের শারদোৎসবের সময় উড়াল পুলের উদ্বোধন করা হয়েছিল যানজট নিয়ন্ত্রণের জন্য। সেই থেকে কোন দূর্ঘটনাটা ঘটেনি। বছর শেষের রাতে অসাবধানতার কারণে প্রথম দূর্ঘটনাটা ঘটে গেল। অভিযোগ রয়েছে উড়াল পুলে যানবাহনের গতি মাত্রাতিরিক্ত থাকে। পাশাপাশি রাস্তা সরু হওয়ার কারণে ঝুঁকি আরও বেড়ে গিয়েছে। তাছাড়া নেই ট্রাফিক পুলিশের নিয়মিত নজরদারি। অবিলম্বে ট্রাফিক পুলিশ মোতায়েন করার দাবী উঠেছ।