অনলাইন ডেস্ক, ১৭ ডিসেম্বর।। আন্তর্জাতিক বক্সিংয়ের হল অব ফেমে জায়গা পেলেন ফ্লয়েড মেওয়েদার, ভ্লাদিমির ক্লিটসকো এবং কিংবদন্তি মোহাম্মদ আলীর মেয়ে লায়লা আলী।
ফ্লয়েড মেওয়েদার পাঁচটি ভিন্ন ভিন্ন বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন ১১ বার। ২০১৭ সালে অবসরে যান। সেই সময়ে তিনি অপরাজিত ছিলেন। সুপার ফেদারওয়েট, লাইটওয়েট, সুপার লাইট ওয়েট, ওয়েলটার ওয়েট এবং লাইট মিডলওয়েট বিভাগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব তার দখলে।
১৯৯৬ সালের আটলান্টা অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেওয়েদার। মোহাম্মদ আলীর মেয়ে লায়লা অবসর নেন ২০০৭ সালে। সেই সময়ে তিনি অপ্রতিরোধ্য চিলেন। ২৪টি লড়াইয়ের মধ্যে সবকটিই জিতেছিলেন তিনি। তার মধ্যে ২১টি লড়াইয়ে নক আউট করেছিলেন প্রতিপক্ষকে।
বক্সিং রাইটার্স অ্যাসোসিয়েশন এবং আন্তর্জাতিক বক্সিং ইতিহাসবিদদের প্যানেল দ্বারা মনোনীত হয়েছেন তারা। আগামী বছরের ১৩ জুলাই মেওয়েদার-লায়লাদের সম্মানিত করা হবে। তারা ছাড়াও হল অব ফেমে জায়গা পেয়েছেন প্রাক্তন অলিম্পিক্স চ্যাম্পিয়ন আন্দ্রে ওয়ার্ড, অ্যান উলফ, মারিয়ান ত্রিমিয়ার-সহ আরও অনেকে।
গতবছর হল অব ফেমের জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল, তাদেরও একই দিনে সম্মানিত করা হবে। করোনাভাইরাস মহামারির জন্য গত বছরের হল অব ফেম অনুষ্ঠান হয়নি। আগামী বছর তা হবে।