কৃষকদের পাশাপাশি আপামর জনগণও দুর্দশার শিকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। গোটা দেশের কৃষকদের বিদ্রোহ চলছে। কৃষকদের পাশাপাশি আপামর জনগণও দুর্দশার শিকার। কৃষক-শ্রমিক সাধারণ মানুষের সাথে কিভাবে দেশকে মোড় ঘুরানো যায়, সেই লক্ষ্যে সারা ভারত কৃষক সভা সহ অন্যান্য বিরোধী সংগঠন গুলির প্রচেষ্টা।

এরই অঙ্গ হিসেবে সারা ভারত কৃষক সভা ২১ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন বলে জানান সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক নারায়ণ কর। রাজ্যে বিজেপি এবং আইপিএফটি সরকার যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল সে সব প্রতিশ্রুতি বিপরীতে গিয়ে মানুষের দুর্দশা বৃদ্ধি করছে। গ্রামে হাহাকার চলছে, কাজ এবং খাদ্যের অভাব, মানুষ কর্মহীন হয়ে পড়েছে।

ফসল উৎপাদন করতে পারছে না। গোটা রাজ্যে ফসল উৎপাদনের সামগ্রী লুটপাট চলছে। কৃষকদের অর্জিত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কৃষি দপ্তরের নাম পরিবর্তন করে কৃষক কল্যাণ দপ্তর রাখা হয়েছে। কিন্তু বর্তমান কেন্দ্র সরকার এবং রাজ্য বিজেপি সরকারের আমলে কৃষকদের কল্যাণে আসছে না দপ্তর।

মন্ডলের নেতারা গোটা রাজ্যে লুটপাট করছে। কৃষকরা দুর্দশার শিকার হচ্ছে। আজকের সম্মেলন থেকে আওয়াজ তোলা হচ্ছে আরো বেশি ঐক্যবদ্ধভাবে কৃষকদের দাবি আদায়ের জন্য এগিয়ে আসতে হবে। কৃষক বিরোধী বিজেপি এবং আইপিএফটি সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

আরো জানান, গোটা দেশের সাথে রাজ্য জনবিচ্ছিন্ন করতে চাইছে সরকার। সেদিকে গুরুত্ব দিয়ে এ ধরনের কর্মসূচি করা হচ্ছে বলে জানান তিনি। এদিন অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সভাপতি নারায়ন রুপানি, রাধাচরণ দেববর্মা, পবিত্র কর অন্যান্যরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?