বাংলাদেশের বিজয় দিবস পালিত সহকারী হাই কমিশনার কার্যালয়ে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ ডিসেম্বর।। ৯ মাসের মুক্তি যুদ্ধের শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা পায় বাংলাদেশ। গঠিত হয় নতুন রাষ্ট্র। বুধবার বাংলাদেশের ৫০ তম মহান বিজয় দিবস। আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয় বিজয় দিবস।

এদিন সকালে বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনার কার্যালয়ে সহকারী হাই কমিশনার মহম্মদ চুবায়েত হুসেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, সহকারী হাই কমিশনার মহম্মদ চুবায়েত হুসেন সহ বিশিষ্ট জনেরা। ৩ কোটি মানুষের বলিদান ও ২ হাজার মহিলার ত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ। তাদের বিশ্বের বাঙালিরা স্রদ্ধার সঙ্গে এদিন স্মরণ করছে বলে জানান সহকারী হাই কমিশনার মহম্মদ চুবায়েত হুসেন।

তিনি আরো বলেন বাঙালী হিসাবে এটা গৌরবের দিন। বাংলাদেশের জুদ্ধে বহু মানুষের জীবন হানী ঘটেছে। বাংলা ভাষাকে রক্ষা করার জন্য এই যুদ্ধ করেছে মানুষ। বাংলা ভাষাকে মুছে দেওয়ার জন্য চেষ্টা হয়েছিল। কিন্তু সমস্ত আক্রমণ রুখে দিয়েছে মানুষ। এই ক্ষেত্রে ভারতের নৈতিক সমর্থন ছিল। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিং-এর অবদান এই ক্ষেত্রে অনস্বীকার্য। যতদিন বাঙালী ও বাংলা ভাষা বেঁচে থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মানুষের হৃদয়ে থাকবে বলে জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?