ফসলের দাম মেটাতে দেরি, নতুন কৃষি আইনে মোটা অঙ্কের জরিমানা বেসরকারি সংস্থাকে

অনলাইন ডেস্ক, ১৬ ডিসেম্বর।। নতুন কৃষি আইন কতটা প্রাসঙ্গিক তার প্রমাণ মিলল মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের এক কৃষকের কাছ থেকে ফসল কিনেছিল একটি বেসরকারি সংস্থা। মান্ডির বাইরে এই ফসল বিক্রি করেছিলেন ওই কৃষক।

কিন্তু নির্ধারিত দিনের মধ্যে ফসলের দাম মেটায়নি ওই সংস্থা। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ওই সংস্থার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সংস্থাকে ২৪ ঘণ্টার মধ্যে চাষীর প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার সঙ্গে মোটা অঙ্কের টাকা জরিমানাও দিতে বলা হয়।

স্থানীয় প্রশাসন নতুন কৃষি আইনের ৪ নম্বর ধারা অনুযায়ী এই নির্দেশ দেয়। অর্থাৎ নতুন কৃষি আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্পোরেট সংস্থাকে। উল্লেখ্য, মোদি সরকারের তৈরি তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ক্রমশই জোরদার হচ্ছে। এরই মধ্যে নতুন আইনের সুফল দেখা গেল মধ্যপ্রদেশে।

জানা গিয়েছে, শিবশক্তি ট্রেডার্স নামে একটি সংস্থা জব্বলপুরের এক চাষীর থেকে ৩ হাজার ৪০০ বস্তা ধান কিনেছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ধানের দাম মেটায়নি ওই সংস্থা। এরপরই সংশ্লিষ্ট চাষী স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানান। এসডিএম আশিস পান্ডে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন। সমন জারি করেন শিবশক্তি ট্রেডার্স-এর বিরুদ্ধে।

প্রাথমিক তদন্তে জানতে পারেন, চাষী সঠিক অভিযোগ করেছেন। এরপর ওই সংস্থাকে ২৪ ঘণ্টার মধ্যে চাষীর প্রাপ্য টাকা মোটা অঙ্কের জরিমানা সহ মেটানোর নির্দেশ দেন এসডিএম। সংশ্লিষ্ট সংস্থা ২৪ ঘন্টার মধ্যে চাষীর পাওনা বাবদ ২২ লক্ষ টাকা পাঠিয়ে দেয়। একই সঙ্গে ওই চাষিকে জরিমানা বাবদ ২৫ হাজার টাকাও দিতে হয়েছে।

নতুন কৃষি আইন কার্যকর হওয়ার পর এটাই প্রথম এ ধরনের ঘটনা। অর্থাৎ সময়ে বকেয়া না মেটানোয় কোনও সংস্থাকে জরিমানা করা হল। উল্লেখ্য, এর আগে রাজ্যের গোয়ালিয়রে এক চাষীর দাম না মেটানোয় সংশ্লিষ্ট সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার সিধান্ত নিয়েছিল প্রশাসন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?