কোহলির জন্য পরিকল্পনা তৈরি তাঁদের, জানিয়ে দিলেন ল্যাঙ্গার

অনলাইন ডেস্ক, ১৫ ডিসেম্বর।। গোলাপি বলে দিনরাতের টেস্ট শুরুর অপেক্ষা আর ৪৮ ঘণ্টার। অ্যাডিলেডে প্রথম টেস্টের পরেই দেশে ফিরে যাবেন বিরাট কোহলি। কিন্তু প্রথম টেস্টেই তাঁকে যাতে নিষ্ক্রিয় রাখা যায়, তার পরিকল্পনাও সেরে ফেলল অস্ট্রেলিয়া দল। কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়ে দিলেন, বিরাটকে কোনো অবস্থায় তাঁর দল আগ্রাসী হতে দেবে না। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ল্যাঙ্গার বলেছেন, “বিরাট  একই সঙ্গে অসাধারণ ব্যাটসম্যান এবং একজন দুর্দান্ত অধিনায়ক।

ওর প্রতি আমি বরাবর সমীহ দেখিয়ে এসেছি। কিন্তু কোহলি যাতে প্রথম টেস্টে তেমন কোনও চাপ তৈরিনা করতে পারে, তার জন্য আমরা সর্বাত্মক পরিকল্পনা সেরে ফেলেছি। কিন্তু মাঠে নেমে আমাদের দলের ক্রিকেটারদের তা বাস্তবায়িতও করতে হবে।” যোগ করেছেন, “বিরাট একবার উইকেটে থিতু হয়ে গেলে ও ম্যাচের উপরে কতটা প্রভাব ফেলতে পারে, সেটা আমরা সকলেই জানি। দিনের শেষে বিরাটকে আমরা কতটা শান্ত রাখতে পারছি, তার ওপর নির্ভর করবে ম্যাচের ভবিষযৎ।”

কোহলিকে কী করে শান্ত রাখা যেতে পারে? ল্যাঙ্গারের ইঙ্গিত, অহেতুক তাঁর সঙ্গে বিবাদে না জড়িয়ে ব্যাটিংয়ে কোন জায়গায় দুর্বলতা রয়েছে তা দ্রুত বুঝে নিয়ে সেই জায়গায় আক্রমণ করতে হবে। ল্যাঙ্গার বলেছেন, “আমাদের এই মুহূর্তে একটাই আলোচ্য এবং তা হল বিরাটকে কীভাবে আউট করা যেতে পারে। ও যে মানের ক্রিকেটার তাতে কোহলিকে বিদ্রুপ করলে নিজেদের পাল্টা বিপদে পড়ার প্রভূত সম্ভাবনা থাকবে। কাজেই ঠিক হয়েছে, কখনওই ওকে বাজে কথা বলা যাবে না।

নিজেদের দক্ষতার উপরে দাঁড়িয়ে সুন্দর ক্রিকেট খেলতে হবে। আবেগ দিয়ে ক্রিকেট খেলে আখেরে কোনও উপকার হয় না। তাই মাঠের মধ্যে তাৎক্ষণিক কিছু ঘটনার প্রেক্ষিতে নিজেদের মেজাজকে শীতল রাখতে হবে।”পরিসংখ্যান বলছে, দেশে গোলাপি বলের টেস্টে এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াকে কোনও দল হারাতে পারেনি।

ল্যাঙ্গার অবশ্য পুরনো তথ্যকে খুব একটা আমল দিচ্ছেন না। তিনি বলেছেন, “প্রস্ততি ম্যাচে ভারত খুব ভাল খেলেছে। তা ছাড়া গত ১২ মাসে আমরাও তো গোলাপি বলে কোনও ম্যাচ খেলিনি। ফলে শুরু থেকে প্রত্যেক ক্রিকেটারকে নিজেদের পারফরম্যান্সেরে উপরে সবচেয়ে বেশি জোর দিতে হবে। তা হলেই ভারতের মতো শক্তিশালী দলকে চাপে রাখা সম্ভব।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?