হোমিওপ্যাথি স্বাস্থ্যকেন্দ্রে ১৬ ডিসেম্বর থেকে আর্সেনিক অ্যালবাম ৩০ বিতরণ

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ কেন্দ্রীয় আয়ুষ মিশনের নির্দেশিকা অনুযায়ী করোনা সংক্রমণ প্রতিরোধে এবং অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে ’’আর্সেনিক অ্যালবাম ৩০ সেবন করা প্রয়োজন৷

সেই অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে আগরতলা পুরনিগমের অন্তর্গত নিম্নলিখিত হোমিওপ্যাথি স্বাস্থ্য কেন্দ্রে ’’আর্সেনিক অ্যালবাম ৩০’’ সম্পর্ণ বিনামূল্যে বিতরণ করা হবে৷ প্রতিদিন (সরকারি ছুটির দিন ব্যতীত) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিম্নে উল্লেখিত সরকারী স্বাস্থ্যকেন্দ্র (হোমিওপ্যাথি) থেকে এই ওষুধ সংগ্রহ করা যাবে৷ আগরতলা পুরনিগম এলাকার ৫০ হাজার পরিবারের মধ্যে এই ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷

যেযে স্বাস্থ্য কেন্দ্র থেকে ওষুধ বিতরণ করা হবে তা হলো- নেতাজী সুুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল, রেন্টার্স কলোনী, আগরতলা, স্টেট হোমিও গভ: ডিসপেনসারী, প্যালেস কমপাউণ্ড, আগরতলা, ভোলাগিরি গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, ইন্দ্রনগর গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, চানমারী গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, ত্রিবেণী সংঘ গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, মোক্ষদা সুুন্দরী গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, অভয়নগর গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, অরুন্ধতীনগর গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, কলেজটিলা গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, উন্নয়ন সংঘ গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, দুর্গাচৌমূহনী গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, জয়পুর গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, বিটারবন গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা, রামকৃষ্ণ শিবালয় আশ্রম মধ্য ভুবনবন গভ: হোমিও ডিসপেনসারী, আগরতলা৷

করোনা সংক্রমণ থেকে নিজেকে এবং পরিবারকে রক্ষা করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে  উপরে উল্লেখিত স্বাস্থ্য কেন্দ্রসমূহ থেকে ’’আর্সেনিক অ্যালবাম ৩০’’ সংগ্রহ করে সেবন করার জন্য ত্রিপুরা সরকারের  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে৷ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?