কোভিড ভেকসিন মজুতের জন্য স্থান পরিদর্শন এমএইচএম টিমের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। কোভিড ভেকসিন মজুতের জন্য স্থান পরিদর্শন
জাতীয় স্বাস্থ্য মিশনের আধীনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের।

আজ পণ্ডিত নেহরু কমপ্লেক্সে স্বাস্থ্য অধিকর্তার অফিসে কোভিড-১৯ ভ্যাকসিন মজত করার বিষয়গুলি খতিয়ে দেখেন৷ এই দলের প্রধান ছিলেন মিশন অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল সহ অন্যান্য আধিকারিকগণ৷

মিশন অধিকর্তা আলোচনা করেন স্টেট ইম্যনাইজেশন অফিসার ডাঃ কল্লোল রায়, প্রকৌশলী রজত ভ-াচার্য, ইম্যনাইজেশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার ডাঃ জয়দীপ চক্রবর্তী ও ’ই-ভিন’ প্রকল্পের আধিকারিক ড. সুুপ্রতীম বিশ্বাসের সঙ্গে৷

বর্তমানে আইস লাইন রেফ্রিজারেটরগুলিতে (আই.এল.আর) কত আর.আই ভ্যাকসিন (শিশুদের টিকা) মজত আছে তার স্টক পজিশন দেখেন, পরবর্তীতে কোভিড-১৯ ভ্যাকসিন রাজ্যে এলে কত পরিমাণ রাখা যাবে, তা খতিয়ে দেখেন৷

পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে আরও ৭টি আই.এল.আর পাঠানোর প্রয়োজনীয়তা ও প্রস্তাব পাঠানোর বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?