অপহরণের জন্য রাজ্য সরকারকে দায়ী করল জিএমপি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর৷৷ সামাজিক মাধ্যমে সিএএ লাগু হচ্ছে এমন প্রচারের তথ্য তুলে ধরে জিএমপির কেন্দ্রীয় কমিটির সভাপতি জিতেন চৌধুরি বলেছেন, উত্তর-পূর্বাঞ্চল যেন তা লাগু করা না হয়৷ গোটা দেশে সিএএ লাগু না করার কথাও বলেছেন তিনি৷

দশরথ দেব ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলতে গিয়ে জিতেন চৌধুরি বলেছেন, জিএমপির নেতৃবৃন্দ লক্ষ্য করেছে বিহার নির্বাচনের প্রচারে এসে সিএএ কার্যকর করার কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ জিতেন চৌধুরি বলেন, এই সময়ের মধ্যে উত্তর-পূর্বাঞ্চল সিএএ কার্যকর না করা এবং গোটা দেশে তা কার্যকরনা করতে পারলে ভালো৷

এই ক্ষেত্রে জিএমপি’’র তরফে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানোর পাশাপাশি রাজ্য সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়েছে৷ অন্যদিকে দুটো জায়গা থেকে চারজনের অপহরণের ঘটনায় উদ্বেগ প্রকাশড করে তাদের অক্ষত আবস্থায় উদ্ধার করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়৷ অন্যদিকে মুখ্যমন্ত্রীর সার্জিক্যাল সরাইকের কথা উল্লেখ করে জিতেন চৌধুরি বলেন, গন্ডাছড়া সহ বিস্তীর্ণ এলাকা থেকে ৪০টির মতো টিএসআর ক্যাম্প তুলে নেওয়া হয়েছে৷

তারপর এই অপহরণের ঘটনার দায় এড়াতে পারে না রাজ্য সরকার৷ এই অপহরণের জন্য রাজ্য সরকারকে দায়ী করেন জিতেন চৌধুরি৷ তিনি বলেন, একটা সময় এই টিএসআর বাহিনী এবং রাজ্যের আরক্ষা প্রশাসনের বলিষ্ঠ ভূমিকার কারণেই সন্ত্রাসবাদীর
কার্যকলাপ বন্ধ হয়েছিলো৷

কিন্তু এই সময়ে টিএসআর বাহিনীর ক্যাম্প তুলে নেওয়া হয়েছে৷ তাতে করে সমস্যা বেড়েছে৷ অপহরণের ঘটনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে৷ ভিন্নদিকে রাধাচরণ দেববর্মা এবং জিতেন চৌধুরি দুজনেই ১০,৩২৩ ইস্যুতে মুখ খুলেছেন৷

তারা বলেছেন, এই সময়ের মধ্যে সিটি সেন্টারের সামনে আন্দোলন চলছে৷ ৮দিন অতিক্রান্ত৷ এখনো পর্যন্ত তাদের আন্দোলনস্থলে প্রশাসনের কাউকে দেখা যায়নি, সরকারের কোন প্রতিনিধি আসেনি৷ এই বিষয়টি উল্লেখ করে তারা সরকারকে অমানবিক বলে দাবি করেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?