স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৪ ডিসেম্বর।। ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে সোমবার আগরতলা পুরাতন মোটর স্ট্যান্ডে মোটর শ্রমিকদের এইচ আই ভি পরীক্ষা করানো হয়। ১৫ মিনিটের মধ্যেই প্রত্যেককে পরীক্ষার রিপোর্ট হাতে তুলে দেওয়া হয়।ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটির কর্মকর্তারা জানিয়েছেন পুরানো মোটর স্ট্যান্ডে যেসব শ্রমিকদের এইস আইভি পরীক্ষা করানো হয়েছে তাদের মধ্যে এইচআইভির জীবানু পাওয়া যায়নি।
শুধু রাজধানী আগরতলা শহরে নয় রাজ্যের বিভিন্ন স্থানে সোমবার থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উল্লেখ্য বিগত দিনের সমীক্ষা-রিপোর্ট এ যে তথ্য মিলেছে তাতে দেখা গেছে মোটর শ্রমিকরাই বিশেষভাবে এইচআইভি আক্রান্ত হচ্ছেন। সে কারণেই এইচআইভি পরীক্ষার ক্ষেত্রে মোটর শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ ধরনের প্রয়াস আগামী দিনগুলিতে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।