অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো বা প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি ঘোষিত হয়েছে সোমবার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনা যেখানে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ফরাসি ক্লাব পিএসজিকে। অর্থাৎ এক সময়ের ক্লাব সতীর্থ লিওনেল মেসিও নেইমারের মুখোমুখি লড়াই হবে এবার। গ্রুপ পর্বে বার্সেলোনা ও জুভেন্তাস ছিল এক গ্রুপে। দ্বিতীয় লেগে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর দ্বৈরথ দেখেছে ফুটবল বিশ্ব। ২০১৭ সালেও শেষ ষোলো-তে মুখোমুখি হয়েছিল বার্সা-পিএসজি। সেবার বার্সা প্রথম পর্বে ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় পর্বের ম্যাচে ৬-১ ব্যবধানে জিতেছিল।
সেই ম্যাচে নেইমার ছিলেন বার্সেলোনায়। জোড়া গোল করেছিলেন তিনি। এবার নেইমার পিএসজিকে জেতাতে আর বার্সাকে হারানোর জন্য খেলবেন। বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ খেলবে লাৎসিওর বিপক্ষে। ম্যানচেস্টার সিটি খেলবে মনশেনগ্লাডবাখের বিপক্ষে। চেলসি মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের। লিভারপুলকে খেলতে হবে লাইপজিগের বিপক্ষে। ক্রিস্তিয়ানোর রোনালদোর জুভেন্তাস খেলবে পোর্তোর বিপক্ষে। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ আতালান্তা। আর বরুসিয়া ডর্টমুন্ডের লড়াই হবে সেভিয়ার সঙ্গে। ১৬, ১৭, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি প্রথম লেগ অনুষ্ঠিত হবে।
কে কার মুখোমুখি: বায়ার্ন মিউনিখ – লাৎসিও, চেলসি – আতলেতিকো মাদ্রিদ, বরুসিয়া ডর্টমুন্ড – সেভিয়া,জুভেন্টাস – পোর্তো, লিভারপুল – লাইপজিগ, ম্যানচেস্টার সিটি – মনশেনগ্লাডবাখ, পিএসজি – বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ – আতালান্তা।