করোনায় মারা গেলেন সোয়াজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। সোয়াজিল্যান্ডের (ইসওয়াতিনি) প্রধানমন্ত্রী এমব্রুস দালিমিনি (৫২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রবিবার প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর কারণ উল্লেখ না করে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। ডিসেম্বরের প্রথম দিকে এমব্রুস দালিমিনি প্রতিবেশী দক্ষিণ আফ্রিকার এক হাসপাতালে ভর্তি হন। এর দু’সপ্তাহ আগে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

তবে তিনি তখন বলেছিলেন, তিনি উপসর্গহীন এবং সুস্থ বোধ করছেন । মূলত ব্যবসায়ী এমব্রুস রাজনীতিতে নবীন ছিলেন। তিনি ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকার শেষ চরম রাজতন্ত্রের দেশ সোয়াজিল্যান্ডে সরকার প্রধানের ক্ষমতা সীমিত। রাজা পার্লামেন্ট নিয়ন্ত্রণ করেন এবং সকল মন্ত্রী নিয়োগ দেন। বর্তমান রাজা ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় আছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?