অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। যুক্তরাষ্ট্রের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সাইবার হামলার শিকার হয়েছে। মন্ত্রণালয়টির এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে। প্রত্যেক ফেডারেল অফিসগুলোর প্রতি নির্দেশ জারি করা হয়েছে, সোলারউইন্ডসের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। ব্যবসায়ের জন্য নেটওয়ার্ক, সিস্টেম এবং তথ্য প্রযুক্তির অবকাঠামো পরিচালনার জন্য সফটওয়্যার তৈরি করে থাকে সোলারউইন্ডস।
অর্থ মন্ত্রণালয় হ্যাক করার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো কিছু বলা হয়নি। সাইবার নিরাপত্তা বিষয়ক সংস্থা ফায়ারআই দাবি করার পর ঘটনার এক সপ্তাহের পর এ হ্যাকের ঘটনা প্রকাশ্যে এসেছে। সংস্থাটি জানায়, তাদের কাছ থেকে হ্যাকিং করার টুলস চুরি হয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্তকারীদের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এ হ্যাকের ঘটনার পেছনে রাশিয়ার হাত থাকতে পারে। তবে ফেসবুক পোস্টের মাধ্যমে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিরুদ্ধে এ অভিযোগ ভিত্তিহীন।