অনলাইন ডেস্ক, ১৪ ডিসেম্বর।। ২০২১-এর অক্টোবরের মধ্যেই দেশের জনজীবন স্বাভাবিক হয়ে আসবে বলে জানালেন সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। মুম্বইয়ে এক অনুষ্ঠানে সেরামের সিইও বলেন, আশা করা যায় ২০২১-এর জানুয়ারি থেকেই দেশে টিকাকরণ শুরু হবে। কারণ জরুরী ভিত্তিতে টিকা করণের জন্য ইতিমধ্যেই তাঁরা আবেদন করেছেন। যদি জানুয়ারিতে টিকাকরণ শুরু হয় তাহলে এটা অনেকটাই নিশ্চিত যে, ২০২১-এর অক্টোবর নাগাদ জনজীবন স্বাভাবিক হয়ে যাবে।আদর আরও বলেন, চলতি মাসের শেষের দিকেই সরকার আমাদের টিকাকরণের জন্য ছাড়পত্র দিতে পারে।
যদি সেই অনুমোদন মেলে তবে আমরা আত্মবিশ্বাসী যে, আগামী বছরের জানুয়ারি থেকেই দেশে টিকাকরণ অভিযান শুরু করা যেতে পারে। দেশের ২০ শতাংশ মানুষ যদি করোনার ভ্যাকসিন পায় তবে পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। শুধু তাই নয়, এরই মধ্যে বিভিন্ন সংস্থা আরও বেশি টিকার ডোজ তৈরি করবে। সে ক্ষেত্রে সময় যত এগুবে তত বেশি মানুষের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যদি এভাবেই চলতে থাকে তাহলে সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে। উল্লেখ্য, ইতিমধ্যেই সেরাম এবং হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়ার কাছে অনুমতি চেয়েছে।
সরকার ওই দুই সংস্থার আবেদন যথেষ্ট গুরুত্ব দিয়েই খতিয়ে দেখছে। সরকার যাতে আমজনতাকে বিনামূল্যে টিকাকরণ করতে পারে সেজন্য সেরাম সরকারকে অনেক কম দামে ভ্যাকসিনের বিক্রি করবে বলেও জানিয়ে দিয়েছে। সেরাম কর্তা এদিন আরও বলেন, আগামী বছরের জুলাই এর মধ্যে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন টিকার ডোজ সংগ্রহ করতে চায় সরকার। সরকারকে এই কাজে তাঁর সংস্থা সব ধরনের সাহায্য করবে। তবে শুধু সরকারকেই নয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে ও তার সংস্থা ভ্যাকসিন সরবরাহ করবে। সূত্রের খবর, সরকার প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রের ১০০ জনকে টিকা দিতে চায়।