সোয়া লক্ষ সদস্য নিয়ে ১৯৭০ সালে এসএফআইয়ের যাত্রা শুরু : মানিক সরকার

নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ ভারতের ছাত্র ফেডারেশনের অর্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে সোমবার সুকান্ত একাডেমিতে এক আলোচনাচক্র অনুষ্ঠিত হয়৷ আলোচনাচক্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ ছাত্র ফেডারেশনের অর্ধশত বর্ষ বা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন৷তিনি বলেন, এসএফআইয়ের যাত্রা শুরুর দিন থেকে আজ পর্যন্ত প্রায় আড়াইশত নেতা জীবন উৎসর্গ করেছেন৷ তারা অজেয়৷ তাদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ মানিকবাবু বলেন, তাদের ত্যাগ ও জীবনদান ছাড়া ভারতের ছাত্র ফেডারেশন এখানে দাঁড়াতে পারতো না৷ সোয়া লক্ষ সদস্য নিয়ে ১৯৭০ সালের ডিসেম্বর মাসে ভারতের ছাত্র ফেডারেশন যাত্রা শুরু করেছিল৷ বর্তমানে সংগঠনের সভ্য সংখ্যা ৪৪ লক্ষ ছাড়িয়ে গেছে৷ তিনি বলেন, বহু ঘাত প্রতিঘাত এবং মতাদর্শের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে ও অধিকার আদায়ের লক্ষ্যে বহু আক্রমণ প্রতিহত করে এসএফআই স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজতন্ত্রের পতাকা তলে সমবেত রয়েছে৷ সংঘবদ্ধ থাকার বিষয়টিকে কোনওভাবেই ছোট করে দেখার কোনও কারণ নেই বলে তিনি উল্লেখ করেন৷ এসএফআই সভ্যদের উষ্ণ অভিনন্দন জানান প্রাক্তন ছাত্রনেতা মানিক সরকার৷ তিনি বলেন, রেলের জন্য এই রাজ্যে এসএফআইয়ের আন্দোলনের বিশেষ ভূমিকা রয়েছে৷ এসএফআইয়ের আন্দোলনের সুফল রাজ্যবাসী ভোগ করছেন বলেও তিনি দাবি করেন৷ মানিকবাবু বলেন, জন্মলগ্ণ থেকেই তৎকালীন শাসক গোষ্ঠী বুঝতে পেরেছিল এসএফআইয়ের মধ্যে লুকায়িত আছে তাদের সর্বনাশের বীজ৷ এবিভিপির প্রসঙ্গ টেনে এনে প্রাক্তন ছাত্র নেতা তথা বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, স্বাধীনতার আগে থেকেই আরএসএস এবং বিশ্বহিন্দু পরিষদ সক্রিয় রয়েছে৷ তাদেরই ছত্রছায়ায় অগ্রসর হয়েছে এবিভিপি৷ যাবতীয় ঘাত প্রতিঘাত প্রতিহত করে এসএফআইকে এগিয়ে যেতে হচ্ছে৷ তিনি বলেন যেসব রাজ্যে সিপিআইএমের অস্তিত্ব নেই সেই সব রাজ্যে এসএফআই সাংগঠনিক ভিত মজবুত করেছে৷ শুধু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা কিংবা কেরালায় নয় গোটা দেশেই এসএফআই ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে৷ বর্তমান ছাত্র সমাজের প্রতি আহ্বান জানিয়ে মানিক সরকার বলেন, এসএফআইয়ের ইতিহাস সম্পর্কে প্রত্যেকের সম্যক ধারনা লাভ করতে হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?