স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ১৩ ডিসেম্বর।। অবৈধভাবে গাঁজা পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক লরি সহ চালক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি জাতীয় সড়কের চেকপোষ্টে । ধৃত চালকের নাম শিবু দাস, তার বাড়ি খাসিয়া মঙ্গলের লেম্বু ছড়া এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায় তেলিয়ামুড়া ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জাতীয় সড়কে গাজা বুঝায় লরি যাবে। এই খবরের উপর ভিত্তি করে ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া ট্রাফিক পুলিশ কর্মীদের নিয়ে হাওয়াই বারি স্থিত পুলিশের নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে।
ট্রাফিক পুলিশ কর্মীরা প্রত্যক্ষ করে আগরতলার দিক থেকে TR01Q-1913 মিনি কেন্টার ট্রাক আসছে তেলিয়ামুড়ার দিকে। ট্রাফিক পুলিশ গাড়িটিকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে ট্রাফিক পুলিশ কর্মীরা ৮০ ব্যাগ গাঁজা উদ্ধার করে এবং গাড়ির চালক শিবু দাসকে আটক করে।
এদিকে ট্রাফিক ডিএসপি সোনা চরণ জমাতিয়া জানান, আটককৃত গাজার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এই অবস্থায় ট্রাফিক পুলিশ কর্মীরা গাড়ি সহ ধৃত গাড়ির চালক এবং উদ্ধারকৃত গাঁজা থানায় নিয়ে যায়।
সংবাদে জানা যায় আটককৃত গাঁজা গুলি চালক শিবু দাস রাজধানীর গোলবাজার থেকে নিয়ে আসছিল বহি রাজ্যে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু তেলিয়ামুড়া আসতেই পুলিশের জালে অবৈধ গাঁজা সহ গাড়িটি আটকে পরে।