টমটম চালকদের ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত ধর্মনগর, পুলিশের মৃদু লাঠি চার্জ, রাস্তা অবোরধ

নতুন প্রতিনিধি, ধর্মনগর, ৩০ ডিসেম্বর।। ডেপুটেশন প্রদানকে ঘিরে উত্তপ্ত ধর্মনগর৷ পুলিশের মৃদু লাঠি চার্জ, রাস্তা অবোরধ৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী উত্তর জেলার জেলা শাসকের কাছে ই-রিক্সা চালকেরা ডেপুটেশন প্রদান করে সোমবার৷ এদিন সকাল থেকেই ই-রিস্কা চালকেরা বিবিআই ময়দানে জড় হতে থাকে৷ তারপর এক সুবিশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জেলাশাসক অফিস প্রাঙ্গণে মিলিত হয়৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বি এম এসর জেলা সম্পাদক বিপ্লব দাস৷ ই-রিস্কা চালকদের দাবী দাওয়া সম্পর্কে জানান ভারতীয় মজদুর সংঘের উত্তর জেলা সম্পাদক বিপ্লব দাস৷ ভারতীয় মজদুর সংঘের ১০ জনের এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে ডেপুটেশনে মিলিত হন৷ জেলাশাসক তাদের আশ্বস্ত করেন দাবিগুলো তিনি রাজ্য সরকারের নিকট তুলে ধরবেন৷ এদিকে ডেপুটেশন চলাকালীন সময়ে ডেপুটেশনে আসা বাইরে থাকা ই-রিস্কা চালকেরা হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে৷ পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জ করে পুলিশ৷ আর তাতেই বাঁধে বিপত্তি৷ পুলিশের উপর ক্ষুব্দ হয়ে শতশত ই-রিস্কা চালকেরা বাইক,গাড়ি ভাঙচুর করতে শুরু করে৷ তারপর দেড় ঘন্টা যাবত জেলা শাসকের অফিসের সামনে চলে রাস্তা অবরোধ৷ বি এম এস- এর জেলা সম্পাদক বিপ্লব দাস জানান জেলা শাসক তাদের দাবি শুনে তাদের আশ্বস্ত করেছেন৷ কিন্তু পুলিশ জেলাশাসক অফিসের বাইরে থাকা ই-রিস্কা চালকদের উপর লাঠি চার্জ করাতেই তারা ক্ষুব্দ হয়ে পথ অবোরধ করেছে৷ দীর্ঘ সময় পথ অবোরধ চলায় বিপাকে পরতে হয় সাধারন জনগনকে৷ প্রায় দেড় ঘন্টা যাবত পথ অবোরধ চলার পর পুলিশ ই রিস্কা চালকদের সাথে কথা বার্তার মাধ্যমে পথ অবোরধ মুক্ত করতে সক্ষম হয়৷ তবে মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সুত্রধর,পুলিশের লাঠি চার্জের কথা সঠিক নয় বলে জানান৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?