রাজ্যের মানুষ বিনামূল্যে পাবেন করোনা ভ্যাকসিন : বিজয়ন

অনলাইন ডেস্ক, ১৩ ডিসেম্বর।। রাজ্যের মানুষ বিনামূল্যে পাবেন করোনা ভ্যাকসিন। অসম, তামিলনাডু ও মধ্যপ্রদেশের পথে হেঁটে একথা ঘোষণা করলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর কথায়, “ভ্যাকসিনের জন্য কারও থেকে কোনও মূল্য নেওয়া হবে না।” মুখ্যমন্ত্রী বলেন, কোভিডের টিকাকরণ গুরুত্বপূর্ণ বিষয়। এটাই যে এখন বেশিরভাগ মানুষের ভাবনা জুড়ে রয়েছে, সে ব্যাপারে কোনও সংশয় নেই।

কেরলে প্রান্তিক প্রান্তে ভ্যাকসিন পৌঁছে দেওয়া দুরূহ। এনিয়ে ভাবতে হবে। তবে এটা বলতে পারি, ভ্যাকসিন আসলেই তা বিনামূল্যে দেওয়া হবে। রাজ্যবাসীর থেকে টাকা নেওয়া হবে না। বিনামূল্যে বণ্টনের জন্য ব্যবস্থা নেব।’ প্রাথমিক ভাবে করোনা মোকাবিলায় দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছিল দক্ষিণের এই রাজ্য।

করোনাযুদ্ধে গোটা বিশ্বে কেরল মডেলের ভূয়সী প্রশংসাও হয়েছিল। কিন্তু ওনাম উৎসবের পরেই ছবিটা বদলে যায়। রাজ্যের করোনা পরিস্থিতি রীতিমতো সংকটজনক হয়ে ওঠে। সেই সময় দৈনিক সংক্রমণের নিরিখে দেশের মধ্যে শীর্ষস্থানে চলে এসেছিল কেরল। এ রাজ্যে ৬ লক্ষ ৬৪ হাজারেরও বেশি সংক্রমিত হয়েছে।

শনিবার কেরলে ৫,৯৯৯ জন নতুন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ৪৭ জন স্বাস্থ্যকর্মী ছিলেন, ৮৩ জন রাজ্যের বাইরে থেকে এসেছেন এমন ব্যক্তি ছিলেন। তবে এই মুহূর্তে কেরলে সংক্রমণের হার যে নিম্নমুখী, সেকথা জানিয়ে স্বস্তি প্রকাশ করেন বিজয়ন।

তিনি বলেন, “রাজ্যে কোভিড-১৯ সংক্রমণ কমছে। এটা সত্যিই স্বস্তির বিষয়। কেবল দেখতে হবে স্থানীয় নির্বাচনের কারণে সেটা যেন আবার বাড়তে না শুরু করে। সবে মাত্র দু’দফার ভোট হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই বিষয়টা বোঝা যাবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?