নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। শুরু হল সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা। সোমবার থেকে উমাকান্ত একাডেমীতে শুরু হওয়া দুইদিন ব্যাপী এই বিজ্ঞান মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। এইদিন জেলা ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা সহ অন্যান্যরা। জেলা বিভিত্তিক বিজ্ঞান মেলায় পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা বিভিন্ন মডেল প্রদর্শন করে। উদ্ধোধনি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন মডেল গুলি ঘুরে দেখেন। নতুন নতুন ভাবনায় মডেল তৈরি করে বিজ্ঞান মেলায় প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা। জল সংরক্ষণ, সৌরশক্তি ব্যবহার, প্লাস্টিক বর্জন সহ একাধিক বিষয়ের উপর ছাত্র-ছাত্রীরা মডেল তৈরি করে বিজ্ঞান মেলায় প্রদর্শন করে। যা উপস্থিত অতিথিদের নজর কারে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডঃ অরুণোদয় সাহা সংবাদ প্রতিনিধিদের জানান জেলা ভিত্তিক বিজ্ঞান মেলা শেষে রাজ্য ভিত্তিক বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। জেলা স্তর থেকে নির্বাচিত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় মডেল রাজ্যস্তরের বিজ্ঞান মেলায় প্রদর্শনের সুযোগ পাবে। একই ভাবে রাজ্য স্তর থেকে নির্বাচিত মডেল জাতীয় স্তরে প্রদর্শনের সুযোগ পাবে। তিনি আরও বলেন রাজ্যের মধ্যে বহু প্রতিভা লুকিয়ে রয়েছে। এই বিজ্ঞান মেলার মধ্যদিয়ে লুকিয়ে থাকা প্রতিভার আবিস্কার হয়।