অনলাইন ডেস্ক, ১২ ডিসেম্বর।। আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। সমগ্র ইউরোপ এবং আমেরিকায় সংক্রমণ বাড়ার ফলে গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ছাড়িয়ে গেল। শনিবার সকাল পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১১ লাখ ৮১ হাজার ৭১৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ লাখ ৯৭ হাজার ৩৮৪ জনের। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ১৪ লাখ ৪৪ হাজার ১৩৭ জন।
এই মুহূর্তে গোটা বিশ্বই করোনার ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে। তবে এই মুহূর্তে করোনার ভ্যাকসিন নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে আমেরিকা। কারণ আক্রান্ত ও মৃত্যু দুই ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। ইতিমধ্যেই এই দেশে এক কোটি ৬২ লাখের মত মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা প্রায় তিন লাখ হয়ে গিয়েছে। মৃত্যুর নিরিখেও শেষ ২৪ ঘন্টায় রেকর্ড গড়েছে আমেরিকা। ওই দেশে মৃত্যু হয়েছে তিন হাজারের বেশি মানুষের।
দেশের পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প সরকার টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজারকে করোনার টিকাকরণের ছাড়পত্র দিয়েছে। সংক্রমণ রুখতে রাশিয়া এবং চিন আগেই টিকাকরণ শুরু করেছে। অন্যদিকে ফাইজার আমেরিকায় টিকাকরণের অনুমতি পাওয়ায় মনে করা হচ্ছে আমেরিকার সংক্রমণ কিছুটা হলেও এবার নিয়ন্ত্রণে আসবে।
ব্রিটেন ও কানাডা ইতিমধ্যেই ফাইজারকে টিকাকরণের অনুমতি দিয়েছে। ইউরোপ ও আমেরিকায় করোনার সংক্রমণ বেড়ে চলার জন্য মূলত শীতকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। শীতে করোনা ভাইরাস আরও সক্রিয় হয়ে ওঠে। আমেরিকা ও ইউরোপে এই মুহূর্তে শীত শুরু হয়ে গিয়েছে।
শীত পড়ার কারণে আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়ে দিয়েছেন। এই অবস্থায় সকলেই টিকা আবিষ্কার দিকে তাকিয়ে রয়েছে। তবে ইতিমধ্যেই অক্সফোর্ড ও ফাইজার টিকাকরণ শুরু করায় সব দেশই আশায় বুক বাঁধছে।