নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর ৷৷ এসএফআই নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে৷ এ উপলক্ষ্যে সোমবার সিটি সেন্টারের সামনে শহীদবেদীতে মাল্যদান ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়৷ রাজ্যের অন্যান্য স্থানেও দিবসটি পালিত হয়৷ এসএফআইয়ের ৫০তম বর্ষ পালন উপলক্ষ্যে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগটনের রাজ্য সম্পাদক বলেন, গোটা দেশে ছাত্র যুবদের অধিকার সঙ্কুচিত হয়েছে৷ কাজের অধিকার হারাচ্ছে যুব সমাজ৷ সকলের জন্য শিক্ষা শ্লোগান সর্বস্ব হয়ে উঠছে৷ এসব ব্যবস্থার মূল্যায়ণ করার সময় এসেছে বলে উল্লেখ করেন এসএফআই রাজ্য সম্পাদক৷ একটি সুন্দর সমাজ গঠনের জন্য সকলের জন্য শিক্ষা চাই, সকলের জন্য কাজ চাই৷ অর্জিত অধিকার রক্ষার জন্য গোটা দেশজুড়ে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্যও এসএফআই রাজ্য সম্পাদক আহ্বান জানিয়েছেন৷