নতুন প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর।। আজাদ হিন্দ ফৌজের পতাকা ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাজধানীর ড্রপগেইটে ভারতে ১ম স্বাধীনতাকামী আন্দোলনে পতাকা উত্তোলনের দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হল৷ ইংরেজদের দুইশত বৎসরে অত্যাচার ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হতে ১৮৫৭ সাল থেকেই স্বাধীনতা আন্দোলনের বীজ অঙ্কুরিত হয়েছিল৷ তারপর থেকে এই আন্দোলন আর ও তীব্র থেকে তীব্রতর হতে থাকে৷ তবে আন্দোলনকারীদের মধ্যে চরম ও নবমপন্থী দুইটি ভাগ ছিল৷ কিন্তু লক্ষ্য ছিল একটাই স্বাধীনতা৷ আর এই আন্দোলনে নেতাজী সুভাষ চন্দ্র বসুর যোগদান এক গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়৷ ভারতে স্বাধীনতা আন্দোলনে শেষের দিকে ১৯৪৩ সালে ৩০ শে ডিসেম্বর এখনই একটি দিনে সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের ১ম প্রধানমন্ত্রী হিসেবে আন্দামান নিকোবর দীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে বৃটিশ মুক্ত ভারতের ১ম স্বাধীনতার পতাকা উত্তোলন করেন নেতাজী সুভাষ৷ তাই এই দিনটি ভারতবাসীর কাছে একটি অত্যন্ত উল্লেখ যোগ্য দিন৷ রাজধানীর ড্রপগেইটস্থিত ‘‘মিশন নেতাজী সুভাষ’’ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে এই দিনটি পালন করা হয়৷ এ উপলক্ষ্যে এদিন আজাদ হিন্দ ফৌজের পতাকা্য উত্তোলন করা হয়৷