অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। করোনা মহামারীকালে লকডাউন এবং যোগাযোগ ও চলাচলের বিধিনিষেধের কারণে ২০২০ সালে কার্বন নিঃসরণ রেকর্ড ৭ শতাংশ কমেছে। গ্লোবাল কার্বন প্রজেক্ট শুক্রবার তাদের বার্ষিক জরিপে এ কথা জানিয়েছে। জরিপ অনুযায়ী, এ পর্যন্ত সর্বোচ্চ আনুমানিক ২.৪ বিলিয়ন টন নিঃসরণ কমেছে। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ০.৯ বিলিয়ন টন অথবা ২০০৯ সালের অর্থনৈতিক মন্দার সময় ০.৫ বিলিয়ন টন নিঃসরণ কমে যায়। আন্তর্জাতিক গবেষক টিমের রিপোর্টে বলা হয়, জৈবজ্বালানি ও শিল্পকারখানা থেকে চলতি বছরে ৩৪ বিলিয়ন টন কার্বন নিঃসরণ হয়েছে।
এ বছর সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে (১২ শতাংশ) এবং ইউরোপিয়ান ইউনিয়নে (১১শতাংশ) কার্বন নিঃসরণ কমেছে। যদিও বেইজিংয়ের অর্থনৈতিক পরাশক্তি হিসেবে অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রচেষ্টায় চীনে ২০২০ সালে মাত্র ১.৭ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস পেতে পারে। বৈশ্বিক কার্বন নিঃসরণ হ্রাসে বড় অংশের অবদান পরিবহন খাতের। এপ্রিলে কভিড-১৯ মহামারীর প্রথম ধাপে যাতায়াত ও পরিবহন অর্ধেকে নেমে আসায় এই নিঃসরণ কমে যায়।
ডিসেম্বর নাগাদ বিমান চলাচল ৪০ শতাংশ কমে যাওয়ায় এবং সড়ক পরিবহন ১০ শতাংশ কমে যাওয়ায় কার্বন নিঃসরণ হ্রাস পায়। শিল্পকারখানা থেকে মোট বৈশ্বিক নিঃসরণের ২২ শতাংশ হ্রাস পেয়েছে। কড়া লকডাউনের কারণে কিছুকিছু দেশে ৩০ শতাংশ নিঃসরণ হ্রাস পেয়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, ২০২১ সালে নিঃসরণ পুনরায় দ্রুত বৃদ্ধি পেতে পারে।