স্টাফ রিপোর্টার, আগরতলা, ১১ ডিসেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এপ্রিল মাস কিংবা মে মাসে। ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গভর্নিং কমিটির মিটিং। সেই মিটিং-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময়সূচী নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। এই বছর থেকে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার প্রশ্ন দুই ধরনের করা হবে। একটা হবে বেসিক আরেকটা হবে স্ট্যান্ডার্ডস প্রশ্ন। বেসিক অঙ্ক পরীক্ষায় পাশ করলে পিওর সাইন্স নিয়ে পড়ার সুযোগ থাকবে না।
স্ট্যান্ডার্ডস অঙ্ক পরীক্ষায় পাশ করলে পিওর সাইন্স নিয়ে পড়ার সুযোগ থাকবে। মাধ্যমিক পরীক্ষাকে সামনে রেখে অনলাইনে রেজিশ্ট্রেশান শুরু হয়ে গেছে ৭ নভেম্বর থেকে। ৭ ডিসেম্বরের মধ্যে রেজিশ্ট্রেশান শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এই সময়ের মধ্যে ৫০ শতাংশ ছাত্র-ছাত্রি রেজিশ্ট্রেশান করেছে। তাই এখনো রেজিশ্ট্রেশান করার সুযোগ দেওয়া হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ ভবতোষ সাহা।