স্টাফ রিপোর্টার, কদমতলা, ১১ ডিসেম্বর।। ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের কদমতলা শাখার মাইক্রো এটিএম পরিষেবা প্রথম বারের মতো চালু হলো কদমতলায়। ন্যাশনাল পেক্স কদমতলা আয়োজিত মাইক্রো এটিএমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ন্যাশনাল ফ্যাক্স কদমতলা শাখার সামনে। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়,এিপুরা স্টেইট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন,উত্তর এিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,কদমতলা পেক্সের চেয়ারম্যান শুভাশিষ সেনগুপ্ত,বিশিষ্ট সমাজসেবী রাজা ধর সহ অন্যান্যরা।
ফিতা কেটে মাইক্রো এটিএম পরিষেবার উদ্ধোধন করেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন কদমতলার মত এলাকায় মাইক্রো এটিএম পরিষেবা চালু হওয়ায় লাভবান হবে কদমতলা এলাকার মানুষ। এছাড়াও এইদিন কদমতলা মাঠে নটরাজ মুক্ত মঞ্চের উদ্বোধন করেন এিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়। পরে তিনি অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বলেন রাজনৈতিক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে এখন আর মঞ্চ নির্মাণের জন্য বেগ পেতে হবেনা, স্থায়ী মঞ্চ হয়ে গেছে কদমতলায়। শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে সরকারের নানান উন্নয়ন মূলক প্রকল্পের কথা তুলে ধরেন।
তিনি বলেন বর্তমান সরকার কদমতলা এলাকার উন্নয়নের জন্য কাজ করছে এবং নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে । এই অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় ছাড়াও উপস্থিত ছিলেন কদমতলা আর ডি ব্লকের বিডিও কমল দেববর্মা, এিপুরা স্টেইট কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান কমল কান্তি সেন,উত্তর এিপুরা জেলা পরিষদের সহ সভাপতি বিশ্বজিৎ ঘোষ, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব,ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস, কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিক্রম নাথ সহ অন্যান্যরা।