সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরাতে অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

নতুন প্রতিনিধি, আমবাসা, ৩০ ডিসেম্বর।। সরকারি দপ্তরে কর্ম-সংস্কৃতি ফেরাতে সরকারই বিরোধী দলের ভূমিকা নেবে। অফিস ঘেরাও থেকে শুরু করে অফিসে তালা ঝুলিয়ে দেওয়া, সবই করবে সরকার। বর্ষশেষে ত্রিপুরার সরকারি কর্মচারীদের এইভাবেই হুঁশিয়ারি দিয়ে সতর্ক করলেন খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব। তাঁর কড়া বার্তা, অফিসে সরকারি কর্মচারীদের গাফিলতি কোনভাবেই বরদাস্ত করা হবে। কারণ, উন্নয়ন কাজ ব্যহত হলে তা মেনে নেওয়া যায় না। আজ ধলাই জেলায় দূর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতি এবং বিএসি-র উদ্যোগে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বক্তব্য রাখতে গিয়ে খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব প্রচন্ড বিরক্তি প্রকাশ করেন। মূলত, সরকারি অফিসগুলিতে কর্মা-সংস্কৃতি লাটে উঠেছে। বিষয়টি কোনভাবেই বরদাস্ত করা হবে না, সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে বলে মনে হচ্ছে। এদিন খাদ্য মন্ত্রী বলেন, সরকারি দপ্তরগুলিতে অনেকেই সময় মতো আসেন না। দুপুর ১২টা -১টা নাগাদ অনেকে অফিস যান। শুধু তাই নয়, অনেকে একদিন অনুপস্থিত থেকে পরের দিন অফিসে গিয়ে দুই দিনের স্বাক্ষর দিয়ে দেন। সাথে তিনি যোগ করেন, সরকারি দপ্তরগুলিতে ক্রমশ ফাইল স্তুপ হচ্ছে। কিন্তু, সে-দিকে কারোর কোন নজর নেই। তাঁর কথায়, সরকার এবং শীর্ষ আধিকারিকরা বিষয়টির নজরে না রাখলে উন্নয়ন কাজ ব্যহত হবেই। সরকারি কর্মীরা সঠিক সময়ে কাজ সমাপ্ত নো করলে ত্রিপুরার উন্নয়নে তার প্রভাব পরবেই। তাঁর সাফ কথা, আমরা যদি ওই সমস্ত বিষয় নজরে না রাখি তাহলে সরকারি সুযোগ-সুবিধা জনগনের কাছে পৌছে দেওয়া সম্ভব নয়। তাই তিনি হুঁশিয়ারি দেন, সরকারি দপ্তরে কর্ম-সংস্কৃতি ফেরাতে সরকারই বিরোধী দলের ভূমিকা নেবে। প্রত্যেক অফিস আমরাই ঘেরাও করব। শুধু এখানেই থেমে থাকব না, ঘেরাওয়ের পর অফিসে তালাও ঝুলিয়ে দেব, সতর্ক করে দেন খাদ্যমন্ত্রী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?