অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। ১১ ডিসেম্বর দেশের সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের জন্মদিন। শুক্রবার জন্মবার্ষিকী উপলক্ষে প্রণব মুখোপাধ্যায়কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
এদিন কোবিন্দ ছাড়াও প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু-সহ অনেকেই। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধিও এদিন প্রণব মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান। উল্লেখ্য, ১৯৩৫-এর ১১ ডিসেম্বর প্রণব মুখোপাধ্যায় বীরভূমের মিরিটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
তাঁর বাবা কামাদিকিঙ্কর মুখোপাধ্যায় ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেস নেতা। দেশের স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে একসময় তাঁকে জেলে যেতে হয়েছিল। চলতি বছরের অগস্টের শেষ দিকে প্রণববাবু নিজের বাসভবনে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাঁকে দিল্লির এক সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সে সময়ে জানা যায়, প্রাক্তন রাষ্ট্রপতি করোনা আক্রান্ত হয়েছেন। পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণব।
ওই চোটের কারণে তাঁর মাথায় রক্ত জমাট বেধে গিয়েছিল। অস্ত্রোপচার করে জমাট বাঁধা রক্ত বের করা হয়। কিন্তু প্রায় পক্ষকাল হাসপাতালে প্রণববাবুর চিকিৎসা চললেও তাঁকে আর সুস্থ করে তোলা যায়নি। শেষ পর্যন্ত ৩১ অগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।
প্রণব মুখোপাধ্যায় হলেন প্রথম বাঙালি যিনি দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। প্রয়াণের পর এটাই প্রণব মুখোপাধ্যায়ের প্রথম জন্মবার্ষিকী। কংগ্রেস-সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এদিন সদ্য প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।