অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। কোনও রকম প্ররোচনা ছাড়াই বৃহস্পতিবার রাতে জম্মু-কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সঙ্গে সঙ্গেই তার পাল্টা জবাব দেয় ভারতীয় বাহিনী। বেশ কিছুক্ষণ এই গুলির লড়াই চলে।
শেষ পর্যন্ত এই ঘটনায় পাঁচ পাক সেনার মৃত্যু হয়েছে। জখম হয়েছে কমপক্ষে আরও চারজন। তবে ভারতীয় বাহিনীর হতাহতের কোনও খবর নেই। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাক সেনা। একই সঙ্গে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে গ্রাম লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে তারা।
গ্রাম লক্ষ্য করে গুলি ও মর্টার হামলা চালানোর ফলে বেশকিছু সম্পত্তি নষ্ট হয়েছে। কয়েকজন সাধারণ মানুষ জখম হয়েছেন। পুঞ্চ সেক্টরে পাকসেনা গুলি চালাতে শুরু করলে সঙ্গে সঙ্গেই পাল্টা গুলি চালাতে শুরু করে নিরাপত্তা বাহিনী। দু’দেশের সেনার মধ্যে প্রায় ঘন্টা দু’য়েক ধরে চলে গুলির লড়াই। এই গুলির লড়াইয়ে পাঁচ পাকসেনা খতম হয়েছে। জখম হয়েছে আরও চারজন। এই গুলির লড়াইয়ে পাক সেনার বেশকিছু বাঙ্কার ধ্বংস হয়েছে।
পাকিস্তান অবশ্য যথারীতি কোনও সেনার মৃত্যু বা জখম হওয়ার খবর অস্বীকার করেছে। একই সঙ্গে তারা উড়িয়ে দিয়েছে বাঙ্কার ধ্বংসের কথা। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে এখনও পর্যন্ত ৩২০০ বারের বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাক সেনা। কিন্তু ভারত কখনওই আগ বাড়িয়ে গুলি চালায়নি। ভারত শুধুমাত্র পাকিস্তানকে জবাব দিয়েছে।
চলতি বছরে পাকসেনার হামলায় কমপক্ষে ৩০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন গ্রামগুলি লক্ষ করে পাকিস্তান নিয়মিত গুলি ও মর্টার হামলা চালায়। ফলে সেখানকার সাধারণ মানুষকে চরম আতঙ্কে দিন কাটাতে হয়।