অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি সরকারের আনা তিন কৃষি আইন বাতিলের দাবিতে ২৬ নভেম্বর থেকে দিল্লির বাইরে অবস্থান বিক্ষোভ করছে প্রায় ৫০০ কৃষক সংগঠন। পঞ্জাবের আরও বেশ কিছু কৃষক সংগঠন সে সময় এই আন্দোলনে যোগ দেয়নি। এবার ওই সমস্ত সংগঠনের সদস্যরাও এই প্রতিবাদ আন্দোলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে দিল্লিযাত্রা শুরু করেছেন।
কেন্দ্রের সঙ্গে সাতবার আলোচনা হওয়ার পরেও কোনও সমাধান সূত্র না মেলায় চলতি মাসের ১২ তারিখে পথ অবরোধ এবং ১৪ তারিখ থেকে গোটা দেশজুড়ে আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন কৃষকরা। হুমকি দিয়েছেন রেল পরিষেবা স্তব্ধ করে দেওয়ার। সেই আন্দোলনে যোগ দিতেই পঞ্জাব থেকে রওনা দিয়েছে আরও বেশ কিছু কৃষক সংগঠনের প্রতিনিধিরা।
কৃষকরা ট্রাক্টরে করেই দিল্লি আসছেন। তাঁরা কোনও সরকারি গণপরিবহণ ব্যবস্থা ব্যবহার করছেন কিনা সেদিকে পুলিশ নজর রাখছে। এছাড়া এই জমায়েতের ফলে যাতে কোনও হিংসাত্মক ঘটনা না ঘটে সেদিকেও পুলিশের কড়া দৃষ্টি রয়েছে। কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা এম এস পান্ধের জানিয়েছেন, প্রায় ৭০০ ট্রাক্টর দিল্লির কুন্দলি সীমান্তের দিকে এগিয়ে আসছে। তাঁরা এতদিন অমৃতসরে বিক্ষোভ দেখাচ্ছিলেন।
শুক্রবার সকালেই তাঁরা দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। কৃষকদের দাবি মেনে কেন্দ্র কৃষি আইনে বেশ কিছু সংশোধনী আনতে রাজি হয়েছে। কিন্তু কেন্দ্রের ওই বক্তব্য খারিজ করে দিয়েছেন কৃষকরা। তাঁদের একটাই দাবি, তিন কৃষি আইন বাতিল করতে হবে। যতদিন না সরকার নতুন কৃষি আইন বাতিল করছে ততদিন তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।