অনলাইন ডেস্ক, ১১ ডিসেম্বর।।ডায়মন্ড হারবার যাওয়ার পথে বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র।
জানা গিয়েছে, গোটা ঘটনার বিবরণ জানতে শুক্রবার জেপি নাড্ডাকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র সঙ্গেও ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, বৃহস্পতিবারের ঘটনায় নাড্ডা নিজে আক্রান্ত না হলেও, তাঁর কনভয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। কৈলাশ বিজয়বর্গীয়র গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। হাতে চোট পান তিনি।বৃহস্পতিবারের ঘটনায় রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে দিল্লিতে তলব করেছে কেন্দ্র।
আগামী ১৪ ডিসেম্বর সকাল ১১টায় স্বরাষ্ট্র মন্ত্রকের দফতরে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। ঘটনার রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেই রিপোর্টের প্রেক্ষিতেই দিল্লিতে ডাকা হয়েছে রাজ্যের ডিজি ও মুখ্যসচিবকে।