নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী মোদি

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। নির্দিষ্ট সময় অনুযায়ী বৃহস্পতিবার বেলা ১২টা ৫৫ মিনিটে নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছয়জন পুরোহিত মন্ত্রোচ্চারণ করেন। এদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ২০০ জন অতিথি। যার মধ্যে ছিলেন বিশিষ্ট শিল্পপতি রতন টাটা, বেশ কয়েকজন বিদেশি রাষ্ট্রদূত, কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদ। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের অংশ হিসেবেই এই নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে।

এই নতুন সংসদ ভবন নির্মাণের দায়িত্ব পেয়েছে টাটা প্রোজেক্ট। এদিন নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন হলেও সুপ্রিম কোর্টের নির্দেশে এখনই নির্মাণকাজ শুরু হচ্ছে না। সেন্ট্রাল ভিস্টা প্রকল্পে রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত তিন কিলোমিটার জায়গা জুড়ে বেশ কয়েকটি নতুন ভবন তৈরি হবে। তার মধ্যে রয়েছে সংসদ ভবন। এই প্রকল্পে খরচ হবে ২০ হাজার কোটি টাকা। উল্লেখ্য, নতুন সংসদ ভবনের আয়তন হবে ৬৪ হাজার ৫০০ বর্গমিটার। ২০২২-এর ১৫ আগস্ট দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বর্ষপূর্তি হচ্ছে। ওই দিনই নতুন সংসদ ভবনের উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। এই নতুন সংসদ ভবন নির্মাণ করতে খরচ হচ্ছে ৯৭১ কোটি টাকা।

আগামী দিনে লোকসভা ও রাজ্যসভার সদস্য সংখ্যা বেশ কিছুটা বাড়বে এটা মাথায় রেখেই নতুন সংসদ ভবন অনেক বড় করে নির্মাণ করা হচ্ছে। নতুন সংসদ ভবনে ৮৮৮ জন লোকসভার সাংসদ এবং ৩৮৪ জন রাজ্যসভার সাংসদ বসতে পারবেন। অর্থাৎ সংসদের যৌথ অধিবেশনে ১২২৪ জন সাংসদ উপস্থিত থাকতে পারবেন। নতুন সংসদ ভবনটি হবে ত্রিকোণাকৃতি। বর্তমান সংসদ ভবনের কাছেই এটি গড়ে উঠছে।নতুন সংসদ ভবনে প্রত্যেক সাংসদকে অফিসের কাজকর্ম চালানোর জন্য ৪০ বর্গমিটার করে জায়গা দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমান সংসদ ভবনটি ব্রিটিশ শাসকরা তৈরি করেছিলেন। নতুন সংসদ ভবন চালু হলে পুরনোটির সংস্কার করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?