অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। কোনও কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না। এ পর্যন্ত বিশ্বে মৃত্যু ১৫ লক্ষ ৭৫ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৯২ লক্ষের গণ্ডি পার করেছে। মৃত-আক্রান্তের নিরিখে শীর্ষে আমেরিকা। করোনায় সবথেকে ক্ষতিগ্রস্ত আমেরিকা, ভারত ও ব্রাজিল। আমেরিকায় এখনও পর্যন্ত ২ লক্ষ ৯৬ হাজার ৬৯৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ১ কোটি ৫৮ লক্ষ ২০ হাজার ০৪২।
বিশ্বে প্রথম দেশ হিসেবে মঙ্গলবার থেকে ফাইজারের টিকা দিতে শুরু করেছে ব্রিটেন। সূত্রের খবর, যাঁরা টিকা পেয়েছেন, তাঁদের মধ্যে দুই এনএইচএস কর্মীর প্রবল অ্যালার্জি হয়েছে। তার পরেই আজ এই নির্দেশিকা জারি করে এমএইচআরএ। নির্দেশিকায় বলা হয়, বেশি মাত্রায় অ্যালার্জির সমস্যায় ভোগেন যাঁরা, তাঁদের আপাতত ফাইজার-বায়োএনটেকের টিকা নিতে নিষেধ করল ব্রিটেনের ওষুধ ও টিকা নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ।
এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল পর্যন্ত করোনায় সারা বিশ্বে মৃত্যু হয়েছে ১৫ লক্ষ ৭৫ হাজার ৬২১ জনের। মোট আক্রান্ত ৬ কোটি ৯২ লক্ষ ২৮ হাজার ৩৯৪। বিশ্বে মোট সুস্থ ৪ কোটি ৭৯ লক্ষ ৮৩ হাজার ৪৮৭। ভারতের আক্রান্তের সংখ্যা ৯৭ লক্ষ পার করেছে। ব্রাজিলে মোট মৃত্যু ১ লক্ষ ৭৯ হাজার ০৩২। আক্রান্ত ৬৭ লক্ষ ৩০ হাজার ১১৮।