অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। করোনাকালে ভিডিও অ্যাপসের সঙ্গে আমাদের এখন নিত্য ওঠাবসা। পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা থেকে শুরু করে অফিসের মিটিং বা অনলাইন-সবকিছুই এখন ভিডিও অ্যাপসেই সারা হচ্ছে। এ ক্ষেত্রে কেউ ফোনে, কেউ ট্যাবে, কেউ ল্যাপটপে আবার কেউ ডেস্কটপে ব্যস্ত। তবে আরও বেশি পরিসরে ভিডিও কল করার সুযোগ আছে স্মার্ট টিভিতে। এতে আড্ডা, অফিসের মিটিং বা অনলাইন ক্লাস সবকিছুই হবে আরও বেশি স্বাচ্ছন্দ্যে এবং ড্রয়িংরুমের সোফায় বসে আরামে। আসুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম পপুলার সায়েন্সের একটি প্রতিবেদন থেকে জেনে নিই, কীভাবে টিভিতে ভিডিও কল করা যায়।
অ্যামাজন ডিভাইস
প্রথমেই আপনার লাগবে ভিডিও চ্যাট করার জন্য একটি ডিভাইস। সেটি হতে পারে অ্যামাজন টিভি ফায়ার কিউব। এরপর লাগবে স্ক্রিনসহ অ্যালেক্সা যুক্ত ডিভাইস যেমন ইকো শো, অ্যামাজন ফায়ার ট্যাবলেটস এবং অ্যালেক্সা অ্যাপ ইনস্টল করা যে কোনো ফোন। আপনাকে কিনতে হবে একটি ওয়েবক্যামও। এটি যুক্ত করুন ফায়ার টিভি কিউবের সঙ্গে। এরপর ফোনে অ্যালেক্সা অ্যাপের মাধ্যমেই আপনি ভিডিও কলটি করতে পারবেন। প্রথমে যান ডিভাইস ট্যাবে, এবার ফায়ার টিভি কিউব খুঁজুন, এরপর কমিউনিকেশন অপশনটি চালু আছে কীনা চেক করে নিন।
ফেসবুক পোর্টাল
ফেসবুকের নতুন ডিভাইস পোর্টাল টিভির মাধ্যমেও ভিডিও কল করা যাবে। আপনাকে যা করতে হবে তা হলো, আপনার টিভি সেটের সঙ্গে অতিরিক্ত এইচডিএমআই পোর্টে এটিকে যুক্ত করতে হবে। এরপর আপনার ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে সাইন ইন করুন এবং ভিডিও লিঙ্কের মাধ্যমে পরিবার এবং বন্ধুদের সঙ্গে চ্যাট করুন। এ ক্ষেত্রে যার সঙ্গে ভিডিও চ্যাট করছেন তার কাছে পোর্টাল ডিভাইস থাকারও প্রয়োজন নেই। সে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ থেকেই আপনার সঙ্গে চ্যাট চালিয়ে যেতে পারবে।
অ্যান্ড্রয়েড টিভি
আপনার টিভি যদি হয় সনি নতুন মডেলের, যেগুলোকে অ্যান্ড্রয়েড টিভি বলা হয়, এতে ভিডিও চ্যাট করার জন্য ইনস্টল করতে হবে গুগল ডুউ অ্যাপস। টিভির সঙ্গে ওয়েবক্যাম যুক্ত করতে হবে। টিভিতে ডুউ সাপোর্ট এখনো নতুন। ফলে ফোনে এবং ট্যাবে সব ফিচার নাও পেতে পারেন। তবে ওয়ান টু ওয়ান বা গ্রুপ কল করতে পারবেন আপনি। নেক্সট হাব ম্যাক্স থেকে স্মার্টফোন পর্যন্ত গুগল ডুউ অ্যাপস যুক্ত ডিভাইসের মাধ্যমে আপনি টিভি থেকে ভিডিও কল করতে পারবেন।