কোহলির না থাকা দলের পক্ষে বিরাট বড় শূন্যতা : শচীন

অনলাইন ডেস্ক, ১০ ডিসেম্বর।। অ্যাডিলেডে গোলাপি বলে দিনরাতের টেস্ট খেলেই দেশে ফিরবেন বিরাট কোহলি। ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ভারতের লড়াই করার কাজ কতটা কঠিন হয়ে যাবে, তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে।

শচীন তেন্ডুলকর মনে করেন, কোহলির না থাকা ভারতীয় দলের পক্ষে নিঃসন্দেহে বিরাট বড় শূন্যতা। তবে তাঁকে বাদ দিয়েও ভারতীয় দলের টেস্ট সিরিজে জেতার সম্ভাবনা রয়েছে। এক সাক্ষাৎকারে শচীন বলেছেন, “কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটারের না থাকা নিঃসন্দেহে ভারতীয় দলে একটা শূন্যতা তৈরি করবে। কিন্তু এটাও মনে রাখতে হবে এই খেলাটা দলগত। শুধু একজনের উপরে কোনও কিছু নির্ভর করে না।

এখানে গোটা দলকে নিয়ে ভাবতে হবে। বরং আমি মনে করি, বিরাট না থাকায় কোনও এক নতুন ক্রিকেটারের সামনে নিজেকে প্রমাণ করার দরজা খুলে যেতে পারে। আর ক্রিকেটে সাফল্য পেতে গেলে দলের শক্তি কতটা রয়েছে, সেটা সম্পর্কে জ্ঞান থাকা বেশি প্রয়োজনীয়। আমি মনে করি, ভারতীয় দলের সেই শক্তি রয়েছে কোহলিকে বাদ দিয়ে লড়াই করার। দ্বিতীয়ত বিরাট ব্যক্তিগত কারণে দেশে ফিরতে বাধ্য হচ্ছে।

ফলে নতুন যারা এই দলে রয়েছে, তাদেরকে এমন একটা সুযোগকে কাজে লাগাতেই হবে।” ভারতীয় দলের বোলিংকে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বলে মনে করা হচ্ছে। যদিও শচীন সেই ব্যাখ্যা থেকে নিজেকে দূরেই রাখছেন। তিনি বলেছেন, “আমি এই ব্যাপারে কোনও ধরনের তুলনায় বিশ্বাসী নই। এক একটা যুগ এক এক ধরনের ক্রিকেট খেলে এসেছে। ফলে তা নিয়ে আমি কিছু বলতে পারি না।

তবে এটা ঠিক, ভারতীয় বোলিং এখন অনেক বেশি পরিপূর্ণ। তাই কী ধরনের উইকেটে খেলা হচ্ছে, তা নিয়ে ভারতীয় দলকে চিন্তা করতে হয় না। দরকার সেই বোলারদের যারা বলটা সুইং করাতে পারে। বৈচিত্র থাকা দরকার বোলিংয়ে। সেটা এই দলের ভাঁড়ারে রয়েছে। তার উপরে আমাদের দলে কুলদীপের মতো রিস্ট স্পিনার এবং আর অশ্বিনের মতো ফিঙ্গার স্পিনার রয়েছে। ফলে লড়াইটা ভালই হবে।”

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?