তুষারবৃষ্টির জেরে বন্ধ করে দেওয়া হল লাদাখ ও কাশ্মীর সংযুক্তকারী রাস্তা

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। সোমবার রাত থেকে লাগাতার তুষারবৃষ্টির জেরে মঙ্গলবার থেকে বন্ধ করে দেওয়া হল লাদাখ ও কাশ্মীর সংযুক্তকারী সমস্ত রাস্তা। এমনকি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ঐতিহাসিক ৮৬কিমি দীর্ঘ মুঘল রোডও। তুষারের কারণে ২৭০ কিমি দীর্ঘ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কপথের একদিক খুলে রাখা হয়েছে। মঙ্গলবারও তুষারপাত হয়েছে কাশ্মীরের বিভিন্ন এলাকায়। যার জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়কপথ সাময়িককালের জন্য বন্ধ রেখে দেওয়া হয়েছে। তুষারের জন্য জাতীয় সড়কগুলি অত্যন্ত পিছল হয়ে গিয়েছে। এর কারণে বড়সর দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও তুষারপাত হবে ভূস্বর্গে।

লাগাতার বরফ বৃষ্টিতে গুলমার্গ, পহেলগাঁওয়ের মতো জায়গাগুলি সাদা বরফের চাদর পড়ে গিয়েছে। বেশ কয়েকটি জায়গা কমলা সতর্কতা জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় তুষারধসও নামতে পারে বলে বর্ডার রোডস সংস্থাকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে। শ্রীনগর ট্রাফিক পুলিশ থেকে জানানো হয়েছে, সন্ধে ৬টা থেকে পরের দিন সকাল ৯টা পর্যন্ত গগনগির ও সোনমার্গের মধ্যবর্তী জাতীয় সড়কগুলিতে যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ বছর সরকার সিদ্ধান্ত নিয়ছিল যে, ডিসেম্বরের শেষের দিকে সড়কগুলি খুলে দেওয়া হবে সাধারণর জন্য।

কিন্তু শীত পড়তে না পড়তেই সড়কগুলিতে ১০ থেকে ১৫ ফিট বরফ জমা পড়ে গিয়েছে। বিশেষ করে জোজিলা, মীনমার্গ, জিরো পয়েন্ট, ইন্ডিয়া গেট ও দ্রাসেতে বরফের পুরু স্তর পড়ে গিয়েছে। এছাড়াও তুষারপাতের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানের সঙ্গে জম্মুর পুঞ্চ ও রাজৌরি এলাকার ঐতিহাসিক মুঘল রোড। তুষারপাত বন্ধ হলেই ফের এই রাস্তা ফের খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?