অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। বাড়ল পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা। এভারেস্টের উচ্চতা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। মঙ্গলবার সেই আলোচনা ও জল্পনার অবসান হল। এদিন নেপাল ও চিন যৌথভাবে এভারেস্টের নতুন উচ্চতার কথা জানিয়েছে। বর্তমানে এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার। অর্থাৎ আগের তুলনায় বিশ্বের উচ্চতম শৃঙ্গ .৮৬ মিটার উঁচু হয়েছে।
সোমবারই নেপালের ভূমি সংস্কার মন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার নেপাল ও চিন যৌথভাবে এভারেস্টের উচ্চতা ঘোষণা করবে। মঙ্গলবার দুপুরে সেই বহু প্রতীক্ষিত সাংবাদিক বৈঠকে এভারেস্টের নতুন উচ্চতার কথা ঘোষণা করা হয়। একইভাবে চিনের সংবাদমাধ্যমেও এভারেস্টের উচ্চতা বৃদ্ধির কথা স্বীকার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯-এ চিনের প্রেসিডেন্ট শি জিনপিং নেপাল সফরে এসেছিলেন।
সে সময় মাউন্ট এভারেস্টের উচ্চতা নতুন করে মাপার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল। এরপর বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গটি মাপার কাজ শুরু করে এই দুই দেশ। কয়েক মাস আগে সেই কাজ শেষ হয়। তবে কাজ শেষ হলেও সে সময় কিছু ঘোষণা করা হয়নি। প্রসঙ্গত, ১৮৫৫-য় প্রথমবার এভারেস্টের উচ্চতা মাপা হয়েছিল। এই কাজটি করেছিলেন বিখ্যাত বাঙালি গণিতবিদ রাধানাথ শিকদার। ১৮৪৯ সাল থেকে তিনি এভারেস্টের উচ্চতা মাপার কাজ শুরু করেছিলেন। ছয় বছর কাজ করার পর জানা যায় এভারেস্টের উচ্চতা ২৯ হাজার ২ ফুট বা ৮৮৪৮ মিটার। উল্লেখ্য, ২০১৫-য় নেপালে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল।
তারপর বিশেষজ্ঞরা মনে করছিলেন, এই ভূমিকম্পের জন্য হিমালয়ের শৃঙ্গগুলির উচ্চতা আরও বাড়তে পারে। এরপরই এভারেস্টের উচ্চতা নিয়ে আলোচনা শুরু হয়। এদিন এভারেস্ট নিয়ে সব জল্পনার অবসান হল।