অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। গোটা বিশ্ব লড়ছে করোনার সঙ্গে। কোনও কিছুতেই যেন বাগে আনা যাচ্ছে না। বড়দিনের আগে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে কাবু ইউরোপের জার্মানি এবং ফ্রান্সের মতো দেশও। এই পরিস্থিতিতে আজ মঙ্গলবার থেকে ব্রিটেনের হাসপাতালগুলিতে পৌঁছে যাচ্ছে টিকা। সূত্রের খবর, আমেরিকার ফাইজার এবং জার্মানির বায়োএনটেক সংস্থা মিলে যে প্রতিষেধক তৈরি করেছে, সেই টিকায় পৌঁছবে সেখানে।
অশীতিপর ব্যক্তি, স্বাস্থ্যকর্মী এবং বাড়িতে রোগীদের দেখভাল করেন যাঁরা, শুরুতে তাঁদেরই টিকাকরণ হবে। তার পর বিভিন্ন প্রান্তের ক্লিনিকগুলিতে প্রতিষেধক বিতরণ করা হবে, যাতে প্রয়োজন বুঝে সাধারণ মানুষের উপর তা প্রয়োগ করা যায়।ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৭৯ লক্ষ ৩৪ হাজার ৯৩৯।
এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ১৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ৭০ লাখ ০৭ হাজার ২৮৪ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রেই। আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ০৪৬ জন। মৃত্যু হয়েছে, ২ লক্ষ ৯০ হাজার ৪৪৩ জনের।করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত।
সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে এক লক্ষ ৪০ হাজারের বেশি মানুষের। করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৬ লাখ ২৮ হাজার ০৬৫ জন। এবং আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩৮৮ জনের।