অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। অবশেষে তাঁর স্বপ্ন সফল হল। রবিবার স্কটিশ মহিলা ফুটবল লিগে রেঞ্জার্স এফসি দলের হয়ে গোল করলেন বালা দেবী। ভারতের প্রথম মহিলা ফুটবলার হিসেবে তিনি ইউরোপীয় ক্লাব লিগে এই কীর্তি স্থাপন করলেন।
রবিবারের ম্যাচে তাঁর দল রেঞ্জার্স এফসি ৯-০ গোলে হারিয়েছে মাদারওয়েল দলকে। তবে এই ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পাননি বালা। ম্যাচের ৬৮ মিনিটে তাঁকে পরিবর্ত হিসেবে নামানো হয়। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে তিনি দলের পক্ষে গোল করেন। সেই ছবি টুইটারে পোস্ট করে বালা দেবী টুইট করেছেন, “এত দিনে আমার স্বপ্ন সফল হল।” রেঞ্জার্স এফসি দলের টুইটার হ্যান্ডলেও বালা দেবীর গোলের মুহূর্তের ছবি পোস্ট করা হয়েছে।
২০১৪ এবং ২০১৫ সালে ফেডারেশনের বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মানে ভূষিত বালা দেবী গত বছর ট্রায়াল দিতে গিয়েছিলে রেঞ্জার্স এফসি দলে। এ বার করোনা অতিমারির সময়েও দলের বাকি ফুটবলাররা বাড়িতে ফিরে গেলেও বালা দেবী থেকে গিয়েছিলেন ক্লাবের হস্টেলে। সেখানেই নিজের মতো করে নিবিড় অনুশীলন করে নিজেকে তৈরি করেছিলেন।
রবিবারের ম্যাচে তার সুফলও মিলে গেল। গত বছরই মহিলা ফুটবল লিগে মণিপুর পুলিশের হয়ে তিনি ২৬ গোল করেছিলেন সাতটি ম্যাচে। সেই সময়েই বালা দেবী জানিয়েছিলেন, বিদেশের মাটিতে নিজেকে প্রমাণ করতে পারলে আখেরে উপকার হবে ভারতীয় মহিলা ফুটবলের। অনেক নতুন মুখ সেই চ্যালেঞ্জ গ্রহণ করে ইউরোপীয় লিগে পাল্লা দিয়ে খেলতে পারবেন।