স্টাফ রিপোর্টার, আগরতলা, ৭ ডিসেম্বর।। কেন্দ্রের কৃষক মারা কৃষিবিল এবং বিদ্যুৎ বিল বাতিলের দাবিতে এবং আগামী ৮ ই ডিসেম্বর সারা ভারত ধর্মঘটের সমর্থনে আগরতলায় SFI- DYFI – TSU-TYF এর উদ্যোগে মিছিল সংগঠিত করা হয়েছে সোমবার। প্রসঙ্গত, তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে আন্দোলন চালাচ্ছে কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনকে সমর্থন করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি।
একই সাথে ৮ ডিসেম্বর কৃষকরা দেশব্যাপী যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘটকে সমর্থন করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাস। তিনি আশা ব্যক্ত করেন সকল অংশের মানুষ এই ধর্মঘটে সামিল হবে। তিনি আরও বলেন যে আইন গুলি বাতিলের দাবিতে কৃষকরা আন্দোলন করছে, সেই আইন গুলির ফলে মানুষের খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে।