অনলাইন ডেস্ক, ৭ ডিসেম্বর।। কিষান যাত্রার কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশের হাতে আটক হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। জানা গিয়েছে, সোমবার কনৌজ জেলায় কিষাণ যাত্রার কর্মসূচি ছিল অখিলেশের। কিন্তু ওই কর্মসূচির অনুমতি নেই এই যুক্তি দেখিয়ে পুলিশ আজ অখিলেশের বাড়ির সামনেই ব্যারিকেড করে দেয়। বাধ্য হয়ে কিছুটা এগিয়ে প্রায় বাড়ির সামনেই ধর্নায় বসে পড়েন অখিলেশ। এরপর সেখানেই তাঁকে আটক করা হয়। অখিলের পাশাপাশি বহু সপা সমর্থককেও আটক করা হয়েছে।