অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। ফের বিতর্কে জড়াল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। করোনা আক্রান্ত রিপোর্ট পাওয়া সত্ত্বেও এক বিমানসেবিকাকে যাত্রী বোঝাই বিমানে পাঠানো হল ডিউটি করতে। ঘটনাটি জানার পর বিভিন্ন মহল থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তীব্র নিন্দা করা হয়েছে। ঘটনার জেরে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিষয়টি অনিচ্ছাকৃত ত্রুটি বলে মেনে নেওয়া হয়েছে। পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সূত্রে জানা গিয়েছে, ১২ নভেম্বর ৪৪ বছর বয়সী ওই বিমানসেবিকার করোনা পরীক্ষা করা হয়। পরের দিন তিনি দিল্লি-মুম্বই বিমানে ডিউটি করেন। তবে বিমানে ওঠার আগেই তিনি জানতে পারেন যে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ।
কিন্তু রিপোর্ট জানার পরেও তাঁকে মুম্বইগামী উড়ানে তুলে দেওয়া হয়। ওই উড়ান দিল্লি ফেরার পর ১৪ নভেম্বর থেকে ওই বিমানসেবিকাকে কোয়রেন্টাইনে পাঠানো হয়। বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ওই বিমানসেবিকা করোনা পজিটিভ জানার পরেও কেন তাঁকে উড়ানে উঠার অনুমতি দেওয়া হল। উল্লেখ্য, এর আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক যাত্রী করোনা পজেটিভ ধরা পড়ায় দুবাই এয়ারলাইন্স গত ২ অক্টোবর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সমস্ত উড়ান সাময়িক নিষিদ্ধ করেছিল। ১৩ নভেম্বর অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। কিন্তু তার পরেও কিভাবে একই ঘটনা ঘটল তা নিয়ে সকলেই প্রশ্ন তুলেছে। এয়ার ইন্ডিয়ার এক শীর্ষকর্তা বলেন, কোনও সন্দেহ নেই করোনা বিধি ভঙ্গ হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। কীভাবে এই ঘটনা ঘটল তার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে সব কিছু জানা যাবে। তবে এই ঘটনা যাতে না ঘটে সেদিকে সংস্থা আরও সজাগ দৃষ্টি দেবে। পাশাপাশি এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওই কর্তা জানান ।