অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। দেশে এখনও করোনা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। এখনও প্রতিদিন দেশজুড়ে হাজার হাজার মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এরই মধ্যে অন্ধপ্রদেশের এক অজানা রোগ তীব্র আতঙ্ক ছড়াল। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত অন্ধপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরুতে বহু মানুষ অজানা রোগে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে রয়েছে একাধিক শিশু। অসুস্থদের শারীরিক অবস্থা এতটাই খারাপ যে, দেখামাত্রই চিকিৎসকরা তাদের হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নিচ্ছেন। কিন্তু তারা কি রোগে আক্রান্ত হয়েছেন তা এখনও অজানাই রয়ে গিয়েছে। এখনও পর্যন্ত ২২৭ জন অসুস্থ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। যার মধ্যে ৪৬ টি শিশু।
আক্রান্তরা প্রায় সকলেই পাদামারা ভেধি, কোথাপেটা, গুদেম, ভাঙ্গায়া এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তি থাকা সকলেই জানিয়েছেন, শনিবার সন্ধ্যা থেকেই হঠাৎই তাঁদের মাথা ঘুরতে শুরু করে। সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেনা বের হতে শুরু হয়। চিকিৎসকরাও বুঝতে পারছেন না অসুস্থরা ঠিক কী রোগে আক্রান্ত হয়েছেন।চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তরা কেউই এক এলাকার বাসিন্দা নয়। অনেকেই দশ-পনের মিনিটের মধ্যেই সুস্থ হয়ে উঠছেন। তবে আশার কথা, আক্রান্তরা কেউই কোভিড পজিটিভ নন। আবার সিটি স্ক্যানেও কিছুই ধরা পড়ছে না। ৮ থেকে ৮০ কেউই এই অজানা রোগের হাত থেকে রেহাই পাননি। আপাতত অসুস্থদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওই এলাকার জলে কোনও দূষণ ঘটেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। জেলা প্রশাসনের তরফ থেকে মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রশাসন মনে করছে এটা কোন ভাইরাল ইনফেকশন।