নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর ৷৷ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে এক যুবক৷ ঘটনা শুক্রবার দুপুর ১টা নাগাদ আগরতলা-সাব্রুম জাতীয় সড়কের শান্তিরবাজার মহকুমা অলইছড়া এলাকার৷ জানা যায় বাই-সাইকেল নিয়ে প্রদীপ মগ নামে এক যুবক যাচ্ছিল৷ ওই সময় একটি মালবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাই-সাইকেলকে ধাক্কা দেয়৷ তাতে বাই-সাইকেল চালক প্রদীপ মগ গুরুতরভাবে আহত হয়৷তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসা হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷ স্থানীয় মানুষের অভিযোগ দুর্ঘটনার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও দমকল বাহিনী ঘটনাস্থলে আসেনি৷ তাতে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ উনকোটি জেলার কৈলাসহরে গোবিন্দপুর এলাকায় আশ্রমপুর সংলগ্ণস্থানে পথ দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে এক ব্যক্তি৷ অপর দুজন লাফিয়ে রাস্তার পাশে ড্রেনে পরে কোনক্রমে আত্মরক্ষা করেছেন৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়৷ একটি মারমুখী টাটা এস গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়েছেন এক ব্যক্তি তার নাম দীপক দেবনাথ৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় উনকোটি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে কৈলাসহরের গোবিন্দ পুর এলাকার জনগণ জানিয়েছেন আশ্রম সুকল সংলগ্ণ রাস্তার পাশে একটি টাট এস গাড়ি বাইসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাতে ঐ ব্যক্তি গুরুতরভাবে আহত হন৷ গাড়ির চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে রাস্তার পাশে একটি বিদ্যুতের খঁুটিতে ধাক্কা দেয়৷ তাতে বিদ্যুতের খঁুটিটি দুমড়ে মুচড়ে যায়৷ অপর দিকে অপর দুই ব্যক্তি রাস্তার পাশ থেকে লাফিয়ে নর্দমায় পড়ে কোনক্রমে আত্মরক্ষা করেছেন৷ তারাও অল্প বিস্তর আহত হন৷ চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন৷ এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজনরা দমকলবাহিনীকে খবর দেন৷ দমকলবাহিনীর জওয়ানরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উনকোটি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে ঐ ব্যক্তি চিকিৎসাধীন৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাড়ির চালক নিয়ন্ত্রণ রক্ষা করতে না পারাতেই দুর্ঘটনাটি ঘটেছে৷ কৈলাসহর থানার পুলিশ এই ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷