সোমবার বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন এর প্রথম দফা ভোট

অনলাইন ডেস্ক, ৬ ডিসেম্বর।। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২১ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে অসম বিধানসভা নির্বাচন। এর আগে রাজ্য রাজনীতির সেমিফাইনাল হিসেবে বিবেচিত গোটা অসম বাসীর দৃষ্টি নিবদ্ধ ৪০ আসনের বোড়োল্যান্ড টেরিটরিয়াল রিজিওন (বিটিআর) তথা বোড়োল্যান্ড টেরিটরিয়াল কাউন্সিল (বিটিসি) দখলে বিপিএফ, বিজেপি, ইউপিপিএল, কংগ্রেস-জোটের মহাসংগ্রামের ফলাফলে। টানা ১৫ বছরের ক্ষমতাসীন হাগ্রামা মহিলারি নেতৃত্বাধীন বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ)-এর হাত থেকে পরিষদ ছিনিয়ে নিতে এবার বিরোধী ইউপিপিএল-এর সঙ্গে রাজ্যের শাসকদল বিজিপি নেমেছে ভোটের লড়াইয়ে।

এদিকে বড়োল্যান্ডের রাজনীতিতে গণ সুরক্ষা পার্টি এবং কংগ্রেস-এইআইইউডিএফ জোটও সীমিত শক্তি প্রদর্শন করে পরিষদ দখলে মরিয়া। নির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল ৭ ডিসেম্বর প্রথম দফায় অনুষ্ঠিত হবে চার জেলাকে নিয়ে গঠিত বিটিআর-এর নির্বাচন। সে অনুযায়ী প্রথম দফায় ভোটগ্রহণ হবে সকাল ৭:৩০ মিনিট থেকে বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত। আগামীকাল ভোটগ্রহণ হবে দুই জেলা বাকসা এবং ওদালগুড়ির ২১টি পরিষদীয় আসনে। এদিন মোট ১২৪ জনের ভাগ্য নির্ধারণ করবেন ১৩,৬২,১৫০ জন ভোটার-জনতা। দ্বিতীয় দফার ভোট আগামী ১০ ডিসেম্বর। কোকরাঝাড় জেলার ১২টি এবং চিরাং জেলার সাতটি আসনে। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা হবে ১২ ডিসেম্বর।

প্রথম দফায় মোট ২১ আসনের ভোটে বিজেপি বাকসা জেলায় আট এবং ওদালগুড়ি জেলায় ১০ সহ ১৮ জন প্রার্থী দিয়েছে। বাকসায় ইউপিপিএল-এর ১১ এবং ওদালগুড়িতে ১০ জন প্রার্থী ময়দানে অবতীর্ণ হয়েছেন। অন্যদিকে বিপিএফ এবং গণ সুরক্ষা পার্টি বাকসায় ১০ জনের পাশাপাশি ওদালগুড়িতে সমসংখ্যক প্রার্থী দিয়েছে দুই দল। রাজ্য রাজনীতিতে বহুচর্চিত মহাজোটের বার্তা বহনকারী কংগ্রেস ওদালগুড়িতে চার এবং এআইইউডিএফ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বাকসা জেলার ১১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৬৪ জন। ওদালগুড়ির ১০টি আসনে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন ৬০ জন। জেলা নির্বাচন দফতর সূত্রের তথ্য, বাকসা জেলায় মোট ভোটারের সংখ্যা ৭,৩৯,৭৪২ এবং ওদালগুড়ি জেলায় এই সংখ্যা ৬,২২,৪০৮। সর্বমোট ১৩,৬২,১৫০ ভোটার ১২৪ জনের ভাগ্য নির্ণয় করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?