অনলাইন ডেস্ক , ৬ ডিসেম্বর।। ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরের ৬৪তম মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবাসরীয় সকালে নিজের টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, মহাপারিনির্বাণ দিবসে মহান ড. ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাঁর ভাবনা এবং আদর্শ আজও অনুপ্রাণিত করে চলেছে। দেশের জন্য যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূরণ করতে অঙ্গীকারবদ্ধ আমরা।
উল্লেখ করা যেতে পারে সমাজ সংস্কারক, অর্থনীতিবীদ, রাজনীতিবিদ হিসেবে দেশকে ক্রমাগত সেবা করে গিয়েছিলেন ভীমরাও আম্বেদকর। দলিতদের ওপর নির্যাতনের বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন। সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষের জন্য তিনি আন্দোলন গড়ে তুলেছিলেন গোটা দেশজুড়ে। ভারতীয় সংবিধানের অন্যতম স্থপতিকার আম্বেদকর নিজের সময় থেকে অনেক বেশি এগিয়ে ছিলেন। প্রান্তিক শ্রেণীর ক্ষমতায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গিয়েছিলেন। ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯০ সালে তাঁকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।