কম সময়ের মধ্যে প্রকল্পগুলি বাস্তবায়ন করতে হবে : মুখ্যমন্ত্রী

নতুন প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ স্বচ্ছতার সঙ্গে খুব সহজেই সরকারি সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছে দেওয়াই হল বর্তমান সরকারের মূল লক্ষ্য৷ কারণ, কম সময়ের মধ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে৷ তার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে হবে৷ সেই লক্ষ্যেই সরকার কাজ করছে৷ শুক্রবার রাজ্য সচিবালয়ে নগরোন্নয়ন দফতরের অধীন ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মুখ্যমন্ত্রীর কথায়, এই পোর্টালটি চালু করার ফলে রিয়েল এস্টেট সেক্টরে স্বচ্ছতা আসবে৷ গ্রাহকরা যাতে প্রতারিত না হন সে-বিষয়েও সরকারের নজরদারি থাকবে৷ কারণ রিয়েল এস্টেট সেক্টরে যুক্ত ডেভেলপারস, বিল্ডার্স, প্রোমোটারদের রেজিস্ট্রেশন করতে হবে৷ গ্রাহকরাও অনলাইনে ফ্ল্যাট কেনার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন৷ এতে সময় যেমন কম লাগবে, তেমনি স্বচ্ছতাও আসবে, দাবি করেন মুখ্যমন্ত্রী বিপ্লব৷তিনি বলেন, ফ্ল্যাট দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে অযথা কালক্ষেপ করা, নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট না দেওয়া, এ রকম ভোগান্তি থেকে গ্রাহকরা মুক্তি পাবেন৷ কারণ যাঁরা রিয়েল এস্টেট সেক্টরে বাণিজ্যিকভাবে যুক্ত রয়েছেন অর্থাৎ ৫০০ বর্গমিটারের বেশি আয়তনের জমিতে ফ্ল্যাট তৈরি করছেন অথবা আটের বেশি ফ্ল্যাট তৈরি করবেন তাদের ক্ষেত্রে ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক৷ তাঁর মতে, এর ফলে প্রমোটর বা বিল্ডাররা গ্রাহকদের শর্ত মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট দিচ্ছেন কিনা সে বিষয়গুলি নিয়ন্ত্রণ করতে সরকারের সুবিধা হবে৷ এজন্যই এই ওয়েব পোর্টালটির উদ্বোধন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷
এছাড়া এদিন কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে ই-মিউনিসিপাল সার্ভিসেরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এর ফলে নগরোন্নয়ন দফতরের ১৭টি পরিষেবার সুযোগ নেওয়া যাবে কমন সার্ভিস সেন্টার (সিএসসি)-এর মাধ্যমে৷ এতদিন এই পরিষেবাগুলির জন্য পুর নিগমের কার্যালয়ে ছুটে যেতে হত৷ তাঁর কথায়, এখন থেকে কমন সার্ভিস সেন্টার থেকেও এই পরিষেবাগুলি পাওয়া যাবে৷ এতে সিএসসি-র সাথে যাঁরা যুক্ত রয়েছেন তাঁদের রোজগারের যেমন ব্যবস্থা হবে তেমনি ভোক্তাদেরও সময় কম লাগবে৷ মানুষের উন্নততর জীবনধারার পক্ষে এটা সহায়ক হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷
তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটালাইজেশন ও কম্পিউটারাইজেশন এবং সর্বক্ষেত্রে অনলাইন ব্যবস্থা চালু করার যে উদ্যোগ তা সফল করার ক্ষেত্রেও এটা অন্যতম পদক্ষেপ৷ প্রসঙ্গত, ত্রিপুরায় ২০টি পুর সংস্থার মধ্যে ২১৯টি কমন সার্ভিস সেন্টার (সিএসসি) রয়েছে৷ এই পুর এলাকায় বসবাসকারী জনগণ অনলাইনে সম্পদ-কর, জল-কর, ট্রেড লাইসেন্সের আবেদন, বিল্ডিং নির্মাণের অনুমোদন পাওয়ার আবেদন, গার্ভেজ ক্লিয়ারেন্স, সেপটিক ট্যাঙ্ক ক্লিয়ারেন্স, আরওআর অ্যাপ্লিকেশন ইত্যাদি বিভিন্ন পরিষেবা কমন সার্ভিস সেন্টার থেকেও পেতে পারেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?